1 লা মে পর্যন্ত চলবে নাইট কার্ফু, স্বাভাবিক জীবন ফেরাতে শিথিল হলো বিধি নিষেধ

ডেস্ক: 16 ই জুন থেকে রাজ্যের কার্যত লকডাউন উঠে যাওয়ার জল্পনা তৈরি হলেও বাড়লো বিধিনিষেধের সময়সীমা। তবে রাজ্য আনলকের দিকে এগোচ্ছে বাংলা। আগামী 1 লা জুলাই পর্যন্ত জারি হলো রাজ্যে নাইট কার্ফু। সোমবারে নবান্নের সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করলেন রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

রাজ্যের কার্যত লকডাউনের সময়সীমা বৃদ্ধি হলেও বহু ক্ষেত্রে শিথিল হয়েছে বিধিনিষেধ।

1. সরকারি এবং বেসরকারি হাসপাতালে 25 শতাংশ পর্যন্ত কর্মীদের উপস্থিতিতে ছাড় দেওয়া হয়েছে।

2. বৃদ্ধি করা হয়েছে রেস্তোরাঁ খোলার সময় সীমা। দুপুর 12 টা থেকে রাত 8 টা পর্যন্ত খোলা থাকবে।

3. সকাল 11 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত শপিংমল ও খোলার অনুমতি দেয়া হয়েছে ইতিমধ্যে। কিন্তু থাকবে করা নিয়ম। যেখানে এককালীন 30% গ্রাহককে মলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। মলের কর্মীদের টিকাকরণের দিকে লক্ষ্য রাখতে হবে কর্তৃপক্ষকে।

4. বাজার হাট খোলা থাকবে সকাল 7 টা থেকে 11 টা পর্যন্ত।

5. এলাকার দোকান গুলো খোলা থাকবে সকাল 11 টা থেকে সন্ধ্যে 6 টা পর্যন্ত।

6. ইতিমধ্যে যাদের টিকাকরণ হয়ে গেছে শুধুমাত্র তাদের প্রাতঃভ্রমণের জন্য পার্কে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।

7. পার্লার, জিম, মাল্টিপ্লেক্স ও সিনেমা হল আগের মতোই বন্ধ থাকবে।

8. পারিবারিক অনুষ্ঠানে 50 জনের থেকে বেশি জমায়েত করতে পারবে না।

9. শুটিংয়ের কাজেও অতিরিক্ত 50 জন থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রত্যেকের টিকাকরণ বাধ্যতামূলক

10. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাত 9 টা থেকে ভোর 5 টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। এসময়ের মধ্যে বাইরে বেরোনো নিষেধ।

এখনো পর্যন্ত যাতায়াত পরিষেবার ক্ষেত্রে কোনো রকমের তথ্য পাওয়া যায়নি।