পাশে থাকার বার্তা দিয়ে দুঃস্থ মানুষদের খাদ্য সংকট দূর করছে উত্তর হাওড়ার সিটি পুলিশ

ডেস্ক: “পাশে আছি!” – এই আশ্বাস টুকু যথেষ্ট কোনো দুস্থ মানুষের জন্য তাও আবার এমন অসময় যখন মানুষ খাদ্য সংকটে ভুগছে।

তবে শুধু পাশে থাকার আশ্বাস না বাস্তবেই ক্ষুধার্ত মানুষদের প্রয়োজন মত পাশে এসে দাঁড়িয়েছেন উত্তর হাওড়ার সিটি পুলিশ আধিকারিকরা।

টানা এক বছর কোরোনা যুদ্ধে নিজেদের নিয়োজিত করে দিবারাত্রি সক্রিয় ভাবে দায়িত্ব পালন করেছেন পুলিশ অফিসাররা।বর্তমানে এই প্রচেষ্টার মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছেন ইচ্ছা থাকলেই হাজারো সমস্যার মাঝখানেও এগিয়ে আসা যায়।

মহামারীর দ্বিতীয় ঢেউ এর কারণে রাজ্যে পূর্ণ লকডাউন জারি হওয়ার দিন থেকেই দুই বেলায় প্রায় 150 মানুষের খাওয়ার আয়োজন করেছেন উত্তর হাওড়ার সিটি পুলিশ অফিসাররা।

নিজেদের চেষ্টায় সামর্থ মত অনুদান দিয়ে চালাচ্ছেন ‘পাশে আছি’ নামে এক কমিউনিটি কিচেন।
এই উদ্যোগকে সমর্থন জানিয়ে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এসেছেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী।

 

উত্তর হাওড়ার মালিপাঁচঘরা থানার এক পুলিশ কর্মীর সাথে কথা বলে জানা যায় যতদিন রাজ্যে লকডাউন চলবে অতদিন এই কমিউনিটি কিচেন পরিকল্পনাটিও জারি রাখবেন তারা।

রাজ্যের এমন দুরাবস্থায় যে উদ্যোগ নিয়ে উত্তর হাওড়া সিটি পুলিশ আধিকারিকরা সহায়তার হাত বাড়িয়েছেন তাদের এই প্রচেষ্টাকে সকলে জানাই কুর্নিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *