পিএম কেয়ার ফান্ডের কারণে মহামারির সাথে মোকাবিলায় সহায়তার কথা জানান উত্তর-পূর্ব রাজ্যের মুখ্যমন্ত্রীরা

ডেস্ক: মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের উত্তর-পূর্ব দিকে অবস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী দের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকের মুখ্য বিষয় ছিল কোরোনা র সাথে মোকাবিলা জন্য পরিকাঠামো দৃঢ় করা।

বৈঠকে উপস্থিত সকল মুখ্যমন্ত্রীই নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান পিএম কেয়ার ফান্ডের মাধ্যমে কোভিড লড়াইয়ে সাহায্য করার জন্য। কারণ উত্তরপূর্ব রাজ্যগুলিতে আর্থিক সাহায্য করায় সেই সব রাজ্যে প্রয়োজনীয় সামগ্রীর উৎস বাড়ানো সম্ভব হয়েছিল। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন।

এছাড়াও বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী তাদের রাজ্যে কোরোনার জন্য তৈরি হওয়া পরিস্থিতির বিষয়ে অবগত করেন প্রধানমন্ত্রী কে। সাথে এও বলেন যে কোরোনার প্রথম ঢেউ থেকে পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রীর বা কেন্দ্রের তরফ থেকে যে সাহায্য তারা পেয়ে এসেছে তাতে তাদের বেশ সুবিধা হয়েছে। ফলে এত সমস্যার মধ্যেও রাজ্য গুলি বেসামাল হয়ে যায়নি।

যেখানে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যে তৃতীয় ঢেউয়ের সাথে মোকাবিলার পরিকল্পনা করছে, সেখানে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানান, মিজোরামের বর্ডারে গুপ্ত ছিদ্র থাকায় বাংলাদেশ এবং মায়ানমারের অনুপ্রবেশকারী রা ঢুকে সংক্রমণ বাড়াচ্ছে।

তবে সকলকে এ বিষয়ে সর্তকতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এটি বড্ড চিন্তার বিষয় যে বহু সংখ্যক মানুষ ঘুরতে বেরিয়ে যাচ্ছে এবং বলছে যে তৃতীয় ঢেউ আসার আগেই আনন্দ উপভোগ করতে চাইছি। কিন্তু তৃতীয় ঢেউ কখনোই একা একা আসতে পারবে না তারা মানুষের মধ্য দিয়েই আসবে।”

এবং 23,132 কোটি টাকার স্বাস্থ্য সংক্রান্ত প্যাকেজও ঘোষণা করেন তিনি। সাথে সকলকে ভ্যাকসিন নেওয়ার জন্য ও কোরোনা বিধি মানার আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *