‘ONE NATION, ONE RATION’ পরিযায়ী শ্রমিকদের খাদ্যের দায়িত্ব নিতে হবে কেন্দ্র সরকার কে, ঘোষণা জারি করল সুপ্রিম কোর্ট

ডেস্ক: গত বছর গোটা দেশবাসীর চোখের সামনে এমন একটি চিত্র ফুটে উঠেছিল যা কাঁপিয়েছিল দেশের সরকারের শক্ত ভিত কে। প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় সরকারের অক্ষমতার ওপর। গত বছর আমরা দেখেছি হওয়ার কারণে লক্ষ্য লক্ষ্য পরিযায়ী পরিশ্রমিক পায়ে হেঁটে ফিরেছিল বাড়িতে। এত বড় ঘটনার দিকে নজরপাত করেনি কেন্দ্র সরকার।

এসব ঘটনার বিরোধিতা করে গতবছর সুপ্রিমকোর্টে একটি মামলা দায়ের হয়। আজ সেই মামলার শুনানিতে পরিযায়ী শ্রমিক দের দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকে এমনটাই বার্তা দিলেন বিচারপতিরা। এবং একইসাথে ‘ONE NATION, ONE RATION’ অর্থাৎ ‘এক দেশ, এক রেশন’ পরিকল্পনা চালু করার কথা বলল আদালত। মঙ্গলবার এই মামলার শুনানি উঠেছিল বিচারপতি এমআর শাহ ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চে।

এবং ভারতীয় সংবিধানের আর্টিকেল 21 এ প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকারের কথা মনে করিয়ে দিয়ে শীর্ষ আদালত জানায় শ্রমিকদের খাদ্য অন্যান্য মৌলিক সামগ্রীরও দায়িত্ব নিতে হবে সরকারকে। এছাড়াও কমিউনিটি কিচেন এর ও ব্যবস্থা করার কথা বলেছেন বিচারপতিরা।

বিচারপতি বলেন, গোটা বিশ্বের সব দেশেই খাদ্য অধিকারের কথা বলে। আমাদের দেশে ব্যতিক্রম নয়। সরকারকে নিশ্চিত করতে হবে খাদ্যাভাব যেন কাউকে কষ্ট না দেয়। ক্ষুধায় যেন কারোর মৃত্যু না হয়। প্রত্যেকটা মানুষের সুস্থ জীবন যাপন করার জন্য নিম্নতম প্রয়োজনীয় খাদ্য যেনো টুকু জোটে।