আংশিক লোকডাউনে রাজ্যে লোকালট্রেন সহ বন্ধ থাকবে অন্যান পরিষেবা
ডেস্ক: কোরোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর হয়ে উঠছে দিন-প্রতিদিন। পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশকে জর্জরিত করে রেখেছে এই মহামারী। অন্যান রাজ্যে এবং পশ্চিমবঙ্গে জারি হয়েছে আংশিক লকডাউন। তবে নানা রকমের বিধি নিষেধ মেনে চলছে মানুষের জীবন। কোরোনার মোকাবিলায় বন্ধ হয়েছে লোকালট্রেন। এবং দূরপাল্লার ট্রেনগুলিতে লাগু হয়েছে কিছু নিয়ম কানুন।
বাতিল করা হয়েছে লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে যদি কেউ বাইরে থেকে আসতে চায় তবে তাকে RT-PCR এর নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। অন্যথায় স্টেশনেই টেস্ট করা হবে RT-PCR। এছাড়া ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক।
যারা দূরপাল্লার ট্রেন বুক করবেন তাদের হাতে স্ট্যাম্প দেওয়া থাকবে।
ট্রেনে ওঠার আগে থার্মাল স্ক্রীনিং করা হবে। ট্রেন থেকে নামার পরে তাপমাত্রা চেক করা হবে।