ডেস্ক: আবহাওয়া পরিবর্তনের বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠেছে দিনদিন। পাশাপাশি জলের ভাণ্ডার সীমিত হয়ে আসছে। যার কারণে আগামী প্রজন্ম হতে চলেছে দারুন সমস্যার সম্মুখীন।
জল অপচয় বন্ধ করা নিয়ে এবারে কড়াকড়ি নির্দেশ জারি করল নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ (NKDA)। তারাই মেপে দেবে, দিনে কতটা জল খরচ করতে পারবেন মানুষ। এবং মাপা জলের উর্ধ্বে খরচ করলে দিতে হবে জরিমানা।
গ্রীষ্ম ও বর্ষায় যাতে জলের সংকট না হয় এবং সকলে যাতে পরিশোধিত পানীয় জল সম পরিমাণ পায় তাই এই পদক্ষেপ। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির নির্দেশনায় অনুযায়ী নিউ টাউনের স্থায়ী বাসিন্দারা দৈনিক সর্বাধিক একশো কুড়ি লিটার জল ব্যবহার করতে পারবেন। এবং যারা কর্মসূত্রে নিউ টাউনে আছেন, তাদের জন্য বরাদ্দ করা হলো 40 লিটার জল। নিউ টাউনের সব বাড়ির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হতে চলেছে।
পাশাপাশি কে কতটা জল ব্যবহার করছে তা নজরে রাখবে NKDA। কর্তৃপক্ষ জানিয়েছেন, আবাসনগুলি বাল্ক ওয়াটার মিটার বসানো হবে। এবং এই মিটারেই ধরা পড়বে কোন আবাসনে কত পরিমাণ জল ব্যবহার করা হচ্ছে। গত মাসেই ‘নিউ টাউন কলকাতা রুলস (বিল্ডিং) ২০০৯’-এর সংশোধন করা হয়।
ইতিমধ্যেই পরিবেশবিদরা সতর্ক করেছেন, আগামী কয়েক বছর ভয়ঙ্কর জলসঙ্কটের মুখে পড়তে চলেছে কলকাতা। নিউ টাউনও বাদ পড়বে না সেই সঙ্কট থেকে। এবং সেই কারণেই এখন থেকেই এনকেডিএ ‘জল মাপা’র কাজ শুরু করেছে।