মহাজাগতিক অবিস্মরনীয় দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবীবাসী, টানা তিন দিন চলবে উল্কাবৃষ্টি

ডেস্ক: বিভিন্ন মহাজাগতিক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম আকর্ষণীয় বিষয় হলো উল্কা বৃষ্টি। চলতি বছরেও তিনদিন ধরে দেখা যাবে perseids meteor shower বা উল্কাবৃষ্টি। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী 11, 12 এবং 13 ই আগস্ট রাতে উত্তর গোলার্ধের বাসিন্দারা অবিস্মরনীয় দৃশ্যের সাক্ষী হবেন। খালি চোখেই দেখা যাবে উল্কাবৃষ্টি। 15 থেকে 200 টি উল্কা একসঙ্গে আসবে ধেয়ে। সুতরাং বোঝাই যাচ্ছে আচমকাই হওয়া এই উল্কাবৃষ্টি হতে চলেছে মহাকাশের অন্যতম উজ্জ্বল দা ব্রাইটেস্ট ইভেন্ট। সুতরাং অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার।

জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা অনুসারে জানা যায়, আগামী 11, 12 এবং 13 ই আগস্ট প্রচুর পরিমাণে উল্কাবৃষ্টি দেখা যাবে। মধ্যরাত আর সূর্যোদয়ের মাঝামাঝি সময় হল উল্কাবৃষ্টি দেখার আদর্শ সময়। Earthsky.org ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে জানা যায়, পিক অফ দ্য ইভেন্ট এর সময় ঘন্টায় 60 টি পর্যন্ত উল্লকাও ধেয়ে আসতে পারে। বৈজ্ঞানিকরা জানিয়েছেন, 13 ই আগস্ট এর পরেও আরও দশ দিন এসমস্ত উল্কা এবং তাদের ট্রেল বা গতিপথের আভা দেখা যাবে আকাশে। মূলত মধ্যরাত আর সূর্যোদয়ের মাঝামাঝি এই সময়েই এই মেটিওর ট্রেল লক্ষ্য করা যাবে। অন্যদিকে নাসা (NASA) জানিয়েছে, 12 ই আগস্ট সূর্যোদয়ের আগে সবচেয়ে ভালো ভাবে উল্কাবৃষ্টি দেখতে পাওয়া যাবে।

এই উল্কা রাতের আকাশে জ্বলজ্বল করে এবং প্রতি বছরই মেটিওযর শাওয়ারের সময় একটা Dusty Trail বা ধূলিকণা মিশ্রিত লেজের মতো দেখতে অংশ বা পথ ছেড়ে যায় এসব উল্কারা। পৃথিবী যখন এইসময় উল্কার ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে যায় তখনই এই ডাস্টি ট্রেল পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *