পিএম কেয়ার্স ফান্ড থেকে সহায়তা আসতে চলছে বঙ্গে কোভিড হাসপাতাল তৈরিতে, অধীর বাবুর আবেদনে সাড়া মোদীর
ডেস্ক: মুর্শিদাবাদ ও কল্যাণীতে তৈরি হবে 250 শয্যা বিশিষ্ট দুটি কোভিড হাসপাতাল। এবং এই দুই হাসপাতাল তৈরি খরচে সহায়তা আসবে পিএম কেয়ার্স ফান্ড থেকে। সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর আবেদনে সাড়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রধানমন্ত্রী দপ্তর থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানা যায় পিএম কেয়ার্স ফান্ড থেকে 41.62 কোটি টাকা এই দুই হাসপাতাল তৈরীর জন্য বরাদ্দ করেছেন নরেন্দ্র মোদী। এবং এই দুটি হাসপাতালই ডিআরডিও তত্ত্বাবধানে তৈরি করা হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও পিএম কেয়ার্স ফান্ড থেকে বিহার, দিল্লি, জম্মু ও শ্রীনগরে কোভিদ হাসপাতাল তৈরি করা হবে।
মাস খানেক আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেন অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের করোনা পরিস্থিতি সামলে দেওয়ার আবেদন জানিয়ে লিখছিলেন চিঠিটি। যেখানে তিনি লিখেছিলেন, “500 বেডের একটি অস্থায়ী ডিআরডিও কো হাসপাতাল তৈরি করা হোক। এর পাশাপাশি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে একটি মেডিক্যাল কনসেনট্রেটর প্লান্ট স্থাপন করার আবেদন ও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর দফতরে বুধবার এক ঘোষণার পর জানা যায় অধীর বাবুর এই দাবির আংশিক পূরণ হতে চলেছে। এই দুটি হাসপাতাল গড়ে তুলতে রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সাহায্য করবে বলে জানানো হয়েছে।