ডেস্ক: বেলা ৩.১৫: নবান্ন অভিযানের মাঝে মহিলা পুলিশকর্মীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করতে গেলে তিনি সাফ বলেন, “আমার শরীর স্পর্শ করবেন না।” রসিকতা করে ভিডিওটি টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ফের নতুন করে উত্তপ্ত হয় সাঁতরাগাছি। পুলিশকে লক্ষ্য করে একের পর এক ইট ছোঁড়া হচ্ছে। পুলিশের তরফে ফাটানো হচ্ছে টিয়ার গ্যাসের সেল। জখম পুলিশ কর্মী ও বিজেপি কর্মীরা। রণক্ষেত্রের আকার নেয় এলাকা।
বেলা ৩.৪০: সেন্ট্রাল অ্যাভিনিউতে রাস্তায় বসে পড়েছেন বিজেপি কর্মীরা। রাজ্য বিজেপির দপ্তরের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। ছড়িয়ে পড়ে উত্তেজনা।
বেলা ৩.৪৯: পুলিশ অত্যাচার করছে। বাড়ি ফেরার জন্য সাঁতরাগাছি স্টেশনে বিজেপি কর্মীরা গেলে প্ল্যাটফর্মে ঢুকে পুলিশ তাঁদের মারধর করেছে বলে অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিকে বিজেপি কর্মীরা স্টেশন থেকে রেলপুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ।
বিকেল ৪.০৬: ক্রমশ জটিল হচ্ছে সাঁতরাগাছির পরিস্থিতি। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, ব়্যাফ যৌথভাবে বিজেপি কর্মীদের প্রতিহত করার চেষ্টায়। ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। একের পর এক শোনা যায় বিস্ফোরণের শব্দ। পরিস্থিতি মোকাবিলায় বারাকপুর কমিশনারেটের বাহিনী নিয়ে যাওয়া হয়েছে সাঁতরাগাছিতে।
বিকেল ০৪.১০: শুভেন্দু অধিকারীকে মুক্তির দাবিতে সাঁতরাগাছি স্টেশনের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জ্বালানো হল আগুন। তাঁদের দাবি, অবিলম্বে ছাড়তে হবে বিরোধী দলনেতাকে। অশান্তির জেরে প্রবল সমস্যায় সাধারণ যাত্রীরা।