কোন জাতের অন্তর্গত পিভি সিন্ধু? এমনটাই খোঁজ চলছে গুগলে

ডেস্ক: কোনো অ্যাথলেটের পরিচয় তার প্রতিভায়। বর্তমানে পিভি সিন্ধু টোকিও অলিম্পিকে জিতেছেন ব্রোঞ্জের পদক। রিও অলিম্পিকের পর টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে পদক জিতে ইতিহাস গড়েছেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু। গোটা দেশ যখন তার কৃতিত্ব নিয়ে মাতামাতি করছে, সেখানে কিছু মানুষ ব্যস্ত ছিলেন পিভি সিন্ধু কোন জাতের সেই রহস্য খুঁজে বার করতে। অন্তত এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে গুগোল ট্রেন্ডস থেকে।

“PV Sindhu caste” এই শব্দটি সবথেকে বেশি বার খোঁজা হয়েছে গুগলে। যারা মধ্যে সব থেকে বেশি সার্চ হয়েছে অন্ধপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে। ভারতে যেখানে ধর্ম বৈচিত্রের দেশ, যেখানে সব জাতি-ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বাস করে, সেখানে এরকম বিষয় সত্যি আমাদের একতার দিকে প্রশ্ন তোলে। একবিংশ শতাব্দীতে এসেও এ কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশ?

তবে এ বিষয়টি অভিনব কিছু নয়, এর আগেও ভারতীয় স্প্রিন্টার হিমা দাস যখন আইএএএফ অনুর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, কপুল পিক একইভাবে গুগলের সব থেকে বেশি খোঁজা হয়েছিল “Hima Das caste” । কোন খেলোয়াড়ের প্রতি এরূপ মানসিকতা দেশের ভবিষ্যতের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। যারা আমাদের দেশের গোটা বিশ্বে উজ্জ্বল করে তুলছে তাদের প্রতিভায় তাদের পরিচয়। সে ক্ষেত্রে তাদের পদবী ও গুরুত্বপূর্ণ নয়। আর এখানে তারা কোন জাতের অন্তর্গত সেই নিয়েই চলছে চিন্তা ভাবনা।