ডেস্ক: একুশের নির্বাচনে চমক লাগিয়ে বাংলার ক্ষমতা আসনে তৃতীয় বারের জন্য বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দল হয়ে ওঠে তৃণমূল। তবে তৃণমূলের এই জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পিকে র আইপ্যাক সংস্থা এমনটাই চর্চিত রাজনৈতিক মহলে।
বাংলায় ভোটের রেজাল্ট বেরোনোর পরই এনসিপি র মুখপাত্র শরদ পাওয়ারের সঙ্গে কথা বলতে দেখা গেছে প্রশান্ত কিশোরকে। তবে এবারে চমক লাগিয়ে প্রশান্ত কিশোর গিয়ে হাজির হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী র বাড়িতে। মঙ্গলবার দুপুরে রাহুল গান্ধীর বাড়ি গিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং কেসি বেনুগোপালও।
ভোটকৌশলী পিকের হঠাৎই রাহুলের সাথে সাক্ষাৎ জল্পনার সৃষ্টি করে। তাহলে কি এবারে চব্বিশের লোকসভা এর ভোটে দারুন ফলাফলের জন্য পিকের সাহায্য নিতে চলেছে কংগ্রেস?
একের পর এক হেভিওয়েট নেতাদের হারিয়েছে কংগ্রেস। বিজেপি জাঁকিয়ে বসেছে গোটা দেশে। এমন চলতে থাকলে খুব শীগ্রই শক্ত জমি হারাতে থাকবে কংগ্রেস। তাহলে কি এই ভয়েই এত প্রচেষ্টা?