দেবাঞ্জন কাণ্ডের পুনরাবৃত্তি, পুলিশের জালে ভুয়ো সরকারি আইনজীবী
ডেস্ক: ভুয়ো টিকাকরণ কান্ড নিয়ে রাজ্যে রীতিমত চল ছিল তরজা। দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি নিজেকে কেএমসির যুগ্ম সচিব নামে ভুয়ো পরিচয় গোটা রাজ্য সরকার থেকে রাজ্যবাসী কাউকেই বোকা বানাতে ছাড়েননি।
আর সেই ঘটনারই হলো পুনরাবৃত্তি। সনাতন রায়চৌধুরী নামে এক ব্যক্তি নিজেকে সরকারি আইনজীবী দাবি করে নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুড়ে বেরিয়েছেন বহু দিন যাবৎ। গড়িয়া থানার পুলিশ গ্রেফতার করে ব্যক্তিটি কে। ব্যক্তিকে জেরা করায় জানা যায় ব্যক্তিটি পেশায় আইনজীবী। কিন্তু নিজেকে সরকারি আইনজীবী বলে পরিচয় দেন সকলকে।
তদন্তের পর পুলিশ আরও জানতে পারে সনাতন রায়চৌধুরী দশ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেন। গাড়িতে তিনি লাগিয়ে রেখেছিলেন স্ট্যান্ডিং কাউন্সিল স্টিকার এবং সিবিআই এর ও স্টিকার। গাড়িতে ব্যবহার করতেন নীলবাতি।
চলছে এখনো পুলিশি তদন্ত। সনাতন নামে ব্যক্তিটি আর কি কি প্রতারণার সাথে যুক্ত সেটিও জানার চেষ্টায় পুলিশ।
জানা যায় ব্যক্তিটি সাধারণ কেউ না। তিনি হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট এ প্র্যাক্টিস করতেন। ঘটনাটির সূত্রপাত হয় 30 সে জুন। ম্যান্ডেভিল্লা গার্ডেন্স এর এক বাসিন্দা অভিযোগ করেন নীলবাতি গাড়ি নিয়ে এক ব্যক্তি আসেন যিনি নিজেকে সিবিআই এর সিনিয়র কাউন্সিল ও তার সাথে রাজ্য সরকারের আইনজীবী বলে পরিচয় দেন। আর তার পরে ব্যক্তিটি বেশ কয়েক জন সহর্থীদের নিয়ে এসে ব্যক্তিটির দশ কোটি টাকার সম্পত্তি ইললিগাল ভাবে বাজেয়াপ্ত করার চেষ্টা করে। কার্যত জোর করেই সনাতন প্রোপার্টির মধ্যে গাড়ি নিয়ে ঢুকে আসছিলেন।
ফলে 30 তারিখ সনাতনের বিরুদ্ধে দায়ের করে অভিযোগ। পুলিশ তদন্ত করার পর জানতে পারে সনাতন রায়চৌধুরী একজন আইনজীবী যিনি হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে প্র্যাক্টিস করেন কিন্তু তিনি সরকারি আইনজীবী নন।