ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ফ্যাশন সেন্স ও স্টাইলিং এর জন্য তরুণ তরুণীদের কাছে আইকন হয়ে দাঁড়িয়েছেন এই তারকা। ঋতাভরীর কোনও ছবি পোস্ট হতে না হতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল দুনিয়াতে। একের পর এক বোল্ড ছবি দিয়ে নেট জনতার ঘুম কেড়েছেন তিনি। প্রশংসনীয় অভিনয়ের প্রতিভার জন্য অনেক কম বয়সে প্রতিষ্ঠিত হন ঋতাভরী। তবে, এই অভিনেত্রী আরো একটি গুনের জন্য প্রিয় হতে ওঠেন সকলের কাছে।
গতকাল রবীন্দ্র জয়ন্তী ও মাতৃ দিবস একই সাথে পালিত হয়েছিল।
এই মাতৃ দিবসের আনন্দ ছোট ছোট শিশুদের সাথে ভাগ করে নেয় ঋতাভরী। ব্যাগ ভর্তি উপহার নিয়ে পৌঁছে যান অনাথ শিশুদের কাছে।
৭৪ জন অনাথ শিশুর মা হয়ে ওঠেন তিনি।
সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’-এখান থেকেই অভিনেত্রীর যাত্রা শুরু মা হওয়ার। অভিনেত্রী মাত্র ১৬ বছর বয়স থেকেই এই স্কুলের সাথে যুক্ত হন। বয়স বাড়ার সাথে সাথে সময়ের এই স্কুলের বাচ্চাদের সাথে সম্পর্ক আরও গভীর হয়েছে। এই সন্তানদের যাবতীয় দায়ভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন অভিনেত্রী। এই স্কুলের পড়ুয়াদের সুখ-দুঃখের নানা মুহূর্তের সঙ্গী ছিলেন ঋতাভরী। এদের পড়াশোনার জন্য লাইব্রেরি তৈরি করে দিয়েছেন, কখনও আবার সান্তা ক্লজ সেজে বড়দিনের উপহারও দিয়েছেন।
কোরোনার জন্য গত এক বছর স্কুলে দেখা করতে যেতে পারেনি অভিনেত্রী। গতকালের কাটানো মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, “৭৪ জন বিশেষ সন্তানের গর্বিত মা আমি। শুভ মাতৃ দিবস।”