ডেস্ক: আবহাওয়া দপ্তর সূত্রে খবর ফের একবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। শনিবারই নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত থেকে সোমবার নাগাদ তৈরি হতে পারে নিম্নচাপ। যদিও নিম্নচাপের অভিমুখ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। নিম্নচাপ তৈরি হলে তার জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আদেও আছে কিনা তাও জানা যায়নি।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা না থাকলেও রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন মূলত পরিষ্কার থাকবে দক্ষিণের অধিকাংশ জেলার আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের দেখা যেতে পারে। এদিকে বৃষ্টির দাপট কমায় হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা।বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে সামান্য বেশি থাকতে পারে।
ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও হালকা বৃষ্টি হতে পারে। এদিন বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বাকি দক্ষিণবঙ্গের আর কোনো জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি হবে না।
আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এইসব জেলায়।