ডেস্ক: ভাইজানকে দেখা যাবে এবার নতুন অবতারে। দীর্ঘ 32 বছর ফিল্মি ক্যারিয়ারে এই প্রথম তিনি অভিনয় করতে চলেছেন একটি বায়োপিকে। কমেডি থেকে ড্রামা, অ্যাকশন থেকে রোমান্স সমস্ত রকমের স্বাদে তাকে অভিনয় করে দেখা যায়। কিন্তু এবারে সালমান খানের চরিত্রটি হতে চলেছে অন্যরকম।
সূত্র জানা গিয়েছিল ভারতীয় ইতিহাসে সত্য গল্পের উপর ভিত্তি করে সালমান একটি অ্যাকশন থ্রিলার এ অভিনয় করতে চলেছেন। এবং এও জানা গিয়েছে সাজিদ নাদিওয়ালার কাজ শেষ করার পরই তিনি সেই নির্দিষ্ট ফিল্মটি শুটিংয়ের জন্য প্রস্তুতি নেবেন।
ভারতীয় স্পাই রবীন্দ্র কৌশিক এর জীবন অবলম্বনে নির্মিত হতে চলেছে এই ছবি। এবং এই সিনেমার পরিচালক রাজকুমার গুপ্তা। ইতিমধ্যে ছবি নিয়ে কথাও হয়েছে তার সাথে সালমানের।
রবীন্দ্র কৌশিক ‘ব্ল্যাক টাইগার’ হিসাবে খ্যাত এখনো পর্যন্ত তাকে দেশের সেরা গুপ্তচর হিসেবে গণ্য করা হয়। গত পাঁচ বছর ধরে পরিচালক রাজকুমার গুপ্তা রবীন্দ্র কৌশিকের জীবনী নিয়ে বহু গবেষণা করেছেন এবং অবশেষে তার এতোদিনের পরিশ্রমের ফল বাস্তবায়িত হতে চলেছে। তিনি সিনেমার গল্পটি সালমান খানকে শোনানো মাত্রই সালমান সিনেমাটি করতে রাজি হয়ে যান।
খুব শীঘ্রই সিনেমার শুটিং শুরু হতে চলেছে। এটি একটি নাটকীয় থ্রিলার সিনেমা। এবং ভারতীয় গোয়েন্দা ইতিহাসে সবচেয়ে বীরত্বপূর্ণ এবং মর্মাহত গল্পের মধ্যে অন্যতম হতে চলেছে।
এই সিনেমার জন্য 70 ও 80র দশকের সেট তৈরি করা হবে। তবেই এই সিনেমার নাম করণ এখনো ঠিক করা হয়নি। রাজকুমার গুপ্তা একজন প্রসিদ্ধ পরিচালক। যিনি ‘আমির’, ‘নো ওয়ান কিল্ড জেশিকা’, ‘ঘানচক্কর’ এবং ‘রেড’ এর মতো সিনেমা তৈরি করেছেন।