নোনাজল ঢুকে যায় মাছের আড়তে, মারা যায় হাজার হাজার মাছ

ডেস্ক: কালকের ঘূর্ণিঝড়ের দাপট চূড়ান্ত মাত্রায় না হলেও এর প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বহু মানুষের।
পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের গ্রাম গুলি ভেসে গেছে প্রবল বৃষ্টিপাতের জেরে। গৃহহীন হয়েছে বহু মানুষ।

পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, বীরভূম ইত্যাদি জায়গাতে নদী ও সমুদ্রের জল ঢুকে নষ্ট করে দেয় খেত ও মাছের আড়ৎ।
ঘরে জল ঢুকে যাওয়ায় সাধারণ মানুষদের নিয়ে যাওয়া হয় সেল্টার হোমে।

দক্ষিণ শিবগঞ্জের এক মাছের আড়তে নোনাজল ঢুকিয়ে যাওয়ায় মারা যায় সমস্ত চাষের মাছ। জল নামতেই ভেসে উঠেছে সেই মাছগুলি।
সূত্রে জানা যায়, যথাসময়ে বাঁধ মেরামতি না হওয়ায়, বাঁধ ভেঙে ঢুকে যায় নোনাজল। মারা যায় হাজার হাজার মিষ্টি জলের মাছ। এবছর ওই সব পুকুরে আর চাষ করা সম্ভব নয়।

স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, পোনা, ভেটকি, তেলাপিয়ার মতো মিষ্টি জলের মাছ এখানে চাষ করা হতো। সমুদ্রের জল ঢুকে সেগুলি মরে গেছে ।

নদী বাঁধের দীর্ঘ দিন কোনও মেরামত হয়নি বলে এই ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ তাঁদের। সকালে জল নামতেই ভেসে উঠেছে মৃত মাছগুলি । সেই দৃশ্য দেখে রীতিমতো হতাশ ব্যবসায়ীরা।