সাইকেল নিয়ে ডিম পাউরুটি বিক্রি করতে বেরোলেন সনু নিজেই

ডেস্ক: সনু সুদ বর্তমানে দুঃস্থদের কাছে এমন একজন দেবতার রূপি মানুষ হয়ে গেছেন যার এই মহামারী কালে অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে দেওয়া থেকে অনাথ শিশুদের পরিপালন, প্রয়োজনীয়দের হাসপাতাল, অক্সিজেন, খাবারের ব্যবস্থা সমস্ত কিছুর অভাব পূরণ করতে তিনি নিজেকে সব সময় এগিয়ে রেখেছেন। সব মুশকিলের আসান সনু। রিল লাইফে ভিলেন এর ভূমিকা করতে করতে রিয়েল লাইফে হিরো হয়ে উঠেছেন এই সুপার স্টার।

এবার অন্য ভূমিকায় দেখা যায় সনুকে। যেখানে তিনি বাস্তবেই সাইকেলে চড়ে পাউরুটি ও ডিম নিয়ে বেরিয়ে পড়লেন নিজেই। সেই ভিডিওই শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। এবং মজা করে নিজেকেই সুপারমার্কেট বলেন অভিনেতা নিজে। ভিডিওটির ক্যাপশনে লিখেছেন 10 টা ডিম কিনলে একটা পাউরুটি ফ্রী। সাথে রয়েছে মুড়ি, চিপস ও অন্যান্য সামগ্রী। হোম ডেলিভারির জন্য আলাদা চার্জ।

তবে এই ভিডিওটি মজা করে শেয়ার করেছেন তিনি। সব প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেবে তারই ফাউন্ডেশন এর সদস্যরা। আসলে তিনি এই অসময় এরকম ছোট ব্যবসা দিয়েই জীবন চালানোর অনুপ্রেরণা দিতে চেয়েছেন এই পরিস্থিতে কাজ হারানো মানুষদের।

গত বছর থেকে শুরু হয় সনুর মানুষের পাশে থেকে পরিস্থিতি বিরুদ্ধে লড়াই করার যাত্রা। যেখানে এক মুহুর্ত থেমে যাননি তিনি। বর্তমানে জীবন্ত সুপারহিরো হয়ে উঠেছেন সকলের কাছে।