ডেস্ক: গত তিন মাস যাবৎ শহর ভিজছে বিক্ষিপ্ত বৃষ্টিতে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সকালে আকাশ মেঘাচ্ছন্ন। ঝিরিঝিরি বৃষ্টি লেগে ছিল রাতভর। সাথেই বেড়েছে আদ্রতা। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.5 ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যে জারি হয়েছে কমলা সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ জলপাইগুড়ির মত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাপুরে বজ্রবিদুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জানায়। আগামী রবিবার পর্যন্ত এমন বৃষ্টিপাত লেগে থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের আরও তথ্য অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা লাগাতার দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে। বিহার থেকে ওড়িশা পর্যন্ত অবস্থিত একটি অক্ষরেখা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে এত পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে।