শশী বাবুর নয়া শব্দবাণ, প্রধানমন্ত্রীর দাড়ি পরিচর্যাকে কটাক্ষ করলেন নতুন শব্দে
ডেস্ক: কংগ্রেস সাংসদ শশী থারুর এমন একজন ব্যক্তিত্ব যিনি প্রতিবার নেট দুনিয়ায় এমন কিছু নতুন শব্দের বোম ফেলে যার অর্থ খুঁজে বার করতে কুপোকাত হয় বাকি দলীয় কর্মকর্তারা। এর আগেও তিনি আরটিএস এর সভাপতি কেটি রামা রাও এর সাথে মজায় মজায় এমন একটি শব্দ ব্যবহার করেছিলেন যা মাথা চুলকাতে বাধ্য করে দেয় বাকিদের। শব্দটি হল ‘ফ্লোকিনোসিনিহিলিপিলিফিকেশন’। যার অর্থ হলো কোন কিছুকে তুচ্ছ জ্ঞান করা।
এবারও তিনি ছুড়ে দিলেন নয়া শব্দবাণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি একটি শব্দের ব্যবহার করে যেটি হল ‘পোগোনোট্রফি’।
টুইটারে ডক্টর প্রিয়া আনন্দ বলে একজন মহিলা শশী থারুর কাছে নতুন শব্দ শিখতে চেয়েছিলেন। মহিলাটি শশী বাবুর উদ্দেশ্যে একটি টুইট করেন। যেখানে মহিলাটি বলেন, “স্যার আমি আপনার যুক্তিযুক্ত বক্তৃতা বাদেও অন্য কিছু শেখার অপেক্ষা করছি, যার মধ্যে রয়েছে আপনার সেইসব নতুন শব্দ মানুষকে ভাবুক করে তোলে”।
My friend Rathin Roy, the economist, taught me a new word today: pogonotrophy, which means "the cultivation of a beard". As in, the PM's pogonotrophy has been a pandemic preoccupation… https://t.co/oytIvCKRJR
— Shashi Tharoor (@ShashiTharoor) July 1, 2021
এবং শশী থারুর সেই পোস্ট এরই পাল্টা উত্তরে লেখেন, “আমার বন্ধু অর্থনীতিবীদ রথীন রায় আমায় একটা নতুন শব্দ শিখিয়েছেন। ‘পোগোনোট্রফি’, যার অর্থ দাড়ি পরিচর্যা করা। যেমন প্রধানমন্ত্রী অতি মারি সময় দাড়ি পরিচর্যা করছেন”।
আর ঠিক থরুর এই টুইটের ওপরের নেট দুনিয়ায় এই শব্দ নিয়ে শুরু হয়ে যায় উত্তাল। কেউ কেউ তো এরকম প্রশ্ন করেছেন “বিশ্বের যদি অক্সফোর্ড ডিকশনারি থাকতে পারে ভারতে একটা থরুর ডিকশনারি থাকবে না কেন?” তবে এটাই প্রথমবার নয় এর আগেও বিভিন্ন শব্দবাণ ছুঁড়েছেন তিনি। যেমন ফরাগো (এর অর্থ জগাখিচুড়ী) , ট্রোগলোডাইট (পুরনো দিনের লোক) ইত্যাদি ইত্যাদি। প্রসঙ্গত জানিয়ে রাখি দুবাইয়ের খলিজ টাইমস পত্রিকায় শব্দ নিয়ে সাপ্তাহিক লেখা বেরোয় শশী থারুর এর।