ভুয়ো টিকাকাণ্ডে কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন কে চিঠি দেন শুভেন্দু অধিকারী

ডেস্ক: এবারে ভুয়ো ভ্যাকসিন কান্ড কে কেন্দ্র করে কেন্দ্রীয় তদন্তের দাবি করলেন রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কসবার ভুয়ো ভ্যাকসিন দেওয়ার কান্ড নিয়ে ধুন্ধুমার চলছে রাজ্যে। এই ভুয়ো ভ্যাকসিনেশনের বিষয়টি নিয়ে অভিযোগ করেন অভিনেত্রী তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।

যেখানে এই ঘটনার ধৃত দেবাঞ্জন দেবকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। জানা যায় কোরোনার ভ্যাকসিনের পরিবর্তে দেওয়া হচ্ছিল অ্যামিকসিন।

রাজ্যে এরকম ভয়াবহ কর্মকাণ্ডকে কটাক্ষের চোখে দেখেছে বহু নেতাই। সুতরাং বিরোধীদলের নেতা কেন পিছিয়ে থাকবেন। তাই ভুয়ো টিকাকান্ডের মামলায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন কে হস্তক্ষেপ করার অনুরোধ করলেন শুভেন্দু অধিকারী। টিকাকান্ডের পূর্ণ তদন্তের আর্জি জানিয়ে চিঠি পাঠালেন তিনি। যেখানে বিজেপি শাসিত রাজ্য গুলির প্রশংসা করে পশ্চিমবঙ্গে টিকাকরণের অনিয়মিতার কথা জানান শুভেন্দু।

তার বক্তব্যনুসারে, যে সব মানুষরা কসবার টিকাকরণ কেন্দ্র থেকে টিকা নিয়েছেন তাদের কোনো রকম ক্ষতি হলে সেটার দায় ভার কে নেবে? যদি বড়ো কোনো অঘটন ঘটত তাহলে রাজ্য কেন্দ্র কেই দায়ী করত। সমস্ত সত্যতা প্রকাশ্যে আসা দরকার। এই ঘটনার পিছনে মূল মাথা কে খুঁজে বের করা আবশ্যিক।

অন্যদিকে ইতিমধ্যেই সিবিআই তদন্ত চেয়ে সন্দীপন দাস নামে এক আইনজীবী কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেছেন। মামলাকারী আদালতে জানিয়েছেন, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, রাজ্যে ভ্যাকসিন দেওয়া নিয়ে চূড়ান্ত অনিয়ম চলছে। তাই তিনি দাবি জানান, এই ঘটনার যথাযথ তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়া হোক।

এছাড়াও গত শুক্রবার দেবাঞ্জনের সাথে থাকা রাজ্য সরকারের বড়ো বড়ো নেত্রীবৃন্দের ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সল্টলেকের স্বাস্থ্যভবনে গিয়ে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু। আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়কদের সাথে বৈঠক ও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *