সারোগ্যাসি প্রক্রিয়ার মাধ্যমে সন্তান ধারণ করেন যে সব বলিউড তারকারা

ডেস্ক: সারোগ্যাসি প্রক্রিয়া এমন একটি প্রযুক্তি যেখানে কোনো দম্পতি তাদের সন্তান প্রতিপালনের জন্য অন্য এক মহিলার গর্ভের সাহায্য নেয়। চলতি কথায় ভাড়া নেয়। সন্তানটি যতদিন না জন্ম নিচ্ছে ততদিন দম্পতির সাথে একটি চুক্তিবদ্ধ থাকে সেই গর্ভধারিনী মহিলা।

সম্প্রতি এই বিষয়টিকে কেন্দ্র করে বলিউডে একটি সিনেমা ও রিলিজ হয়। সিনেমাটির নাম ‘মিমি’ এবং এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেন কৃতি সানন। যেখানে তিনি একজন সেরোগ্রেট মাদার এর চরিত্রে অভিনয় করেন।

আজ আমরা বাস্তবে সেই সমস্ত বলিউড স্টারদের কথা বলবো যারা সন্তান সুখ পাওয়ার জন্য সারোগ্যাসির সাহায্য নেন।

1. করণ জোহর

করণ জোহর সাথে মেয়ে রুহি জোহর এবং ছেলে ইয়াস জোহর

বলিউডের সুপরিচিত সিনেমার পরিচালক হিসাবে সুপরিচিত করণ জোহর। তিনি এই কথা কখনই অস্বীকার করেন যে তিনি LGBTQ কমিউনিটির অন্তর্ভুক্ত। 2016 সালে তিনি নিজের আত্মজীবনী ‘An Unsuitable Boy’ প্রকাশ করেন। এবং সেখানেই তিনি পিতা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। 2017 সালে তিনি সারোগ্যাসির মাধ্যমে নিজেরই এই ইচ্ছা পূরণ করেন। তার জমজ দুই সন্তান আছে। মেয়ে রুহি জোহর এবং ছেলে ইয়াস জোহর।

 

2. সোহেল খান এবং সিমা খান

সোহেল খান এবং সিমা খান সাথে জোহান খান এবং নির্ভাণ খান

সালমান খানের ছোটো ভাই সোহেল ও সিমা সারোগ্যাসির মাধ্যমে তাদের দ্বিতীয় সন্তান জোহান খান কে জন্ম দেন। তাদের প্রথম সন্তান নির্ভাণ খানের জন্মের দশ বছর পর দ্বিতীয় সন্তানের জন্য তারা চেষ্টা করলেও সমস্যায় পড়েন তাই সেরোগ্রেট মাদার এর সাহায্যে তারা দ্বিতীয় সন্তানের সুখ নেন।

 

3. সানি লিওনি এবং ড্যানিয়েল ওয়েবার

সানি লিওনি এবং ড্যানিয়েল ওয়েবার সাথে নিশা কৌর ওয়েবার এবং আশের সিং ওয়েবার ও নোহা সিং ওয়েবার

অ্যাডাল্ট সিনেমা থেকে নিজের সফর শুরুর পর আজ বলিউডে অন্যতম জনপ্রিয় তারকা সানি লিওনি। স্বামী ড্যানিয়েল ওয়েবার। সানি প্রথমে 2017 সালে নিশা কৌর ওয়েবার নামে একটি মেয়ে কে দত্তক নেন। পরবর্তী কালে 2018 সালে সারোগ্যাসির মাধ্যমে দুটির জমজ ছেলে সন্তানের মা হন। এবং তাদের নাম দেন আশের সিং ওয়েবার ও নোহা সিং ওয়েবার। সানি এবং ড্যানিয়েল প্রায়শই সন্তানদের সাথে কাটানো সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।

 

4. তুষার কাপুর এবং একতা কাপুর

তুষার কাপুর সাথে লক্ষ্য কাপুর এবং একতা কাপুর সাথে রবি কাপুর

জিতেন্দ্র র দুই সন্তান তুষার কাপুর এবং একতা কাপুর উভয়েই অবিবাহিত। কিন্তু সারোগ্যাসির মাধ্যমে তারা নিজেদের সন্তান সুখ পূরণ করেন। এই দুই ভাইবোন সরোগ্রেট মাদারের মাধ্যমে নিজের দুই সন্তানদের জন্ম দেন। একতা কাপুরে সন্তানের নাম রবি কাপুর এবং তুষার কাপুরের সন্তানের নাম লক্ষ্য কাপুর।

 

5. আমির খান এবং কিরণ রাও

আমির খান এবং কিরণ রাও সাথে আজাদ খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ও তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাও নিজের সন্তান কে জন্ম দেওয়ার জন্য সারোগ্যাসির সাহায্য নেন। 2011 সালে তারা সেরোগ্রেট মাদারের মাধ্যমে একটি সন্তানের জন্ম দেন যার নাম তারা রাখেন আজাদ খান। আমির খান একটি ইন্টারভিউ তে বলেন আজাদ তাদের জন্য স্পেশাল। কারণ তার জন্মের সময় তারা নানান রকম সমস্যার সম্মুখীন হন।

6. শাহরুখ খান এবং গৌরী খান

শাহরুখ খান এবং গৌরী খান সাথে সুহানা খান এবং আরিয়ান খান, আব্রাম খান

বলিউডের কিং খান এবং তার স্ত্রী গৌরী খান তাদের প্রথম দুই সন্তান থাকার সত্ত্বেও তৃতীয় সন্তানের জন্য জন্য সারোগ্যাসির সাহায্য নেন। 2013 সালে তারা আব্রাম খানকে সেরোগ্রেট মাদারের মাধ্যমে পান। পরিবারের এই ছোট্ট সদস্য সকলের কাছে হয়ে উঠে বেশ আদুরের।