পুরোনো দলে ফিরে যাওয়ার আর্জি জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন সোনালী গুহ

ডেস্ক: বহুদিন সক্রিয়ভাবে দলে থাকার পরেও এবারের একুশে বিধানসভা নির্বাচনে টিকিট পাননি প্রাক্তন তৃণমূল নেত্রী সোনালী গুহ। ফলে মাননীয়া মুখ্যমন্ত্রীর ওপর অভিমানে পুরনো দল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তৃণমূলের বহু পুরনো সৈনিক অসত্য চলতি বছরেই নির্বাচনী লড়াই করার টিকিট পাননি। ফলে সেই কারণেই তিনি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন।

একটি সাক্ষাৎকারে দলবদল এর কথা জানতে চাওয়ায় তিনি কান্নায় ভাসিয়ে বললেন “দিদি বদলে গেছেন”।

কিন্তু হঠাৎই নিজের ভুল স্বীকার করে কান্নায় ফেটে পড়লেন সোনালী দেবী। দলকে ফিরিয়ে নেওয়ার আর্জি দিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চান। টুইট করে বলেছেন, “আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। দল পরিবর্তন করে সেখানে গিয়ে আমি নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না ঠিক তেমনি আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী এবং আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। ক্ষমা না করলে আমি বাঁচবো না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে দিন।”

প্রবীণরা বলেন “রাজনীতিতে কেউ কারো না।”
কথাটি নিতান্তই সত্য, গত 2 মাস আগে এই সোনালী চোখের জলে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বিজেপিতে যোগদান করেছিল। নির্বাচনের টিকিট না পেয়ে মুকুল রায় কে ফোন করেন এবং দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে পদার্পণ করেন। কিন্তু বিজেপিতে যেই স্বপ্ন নিয়ে যাওয়া তা সেখানেও ব্যর্থ হলো। পাওয়া হলো না টিকিট। অন্যদিকে সবাইকে চমক লাগিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতা অধিকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধারণা করা যায়, তৃণমূলের এই জয় দেখেই মত পরিবর্তন হয়েছে সোনালী দেবীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *