ফ্রান্স থেকে অক্সিজেন প্ল্যান্ট কিনছেন সোনু সুদ, আরও একবার দেশের সেবায় এগিয়ে এলেন তিনি

ডেস্ক: গোটা দেশের এমন কঠিন পরিস্থিতি তে যেখানে কেন্দ্র সরকার উদাসীন সেখানে গত বছর থেকে গরিবদের সাহায্যের মিশনে নেমে নতুন ইতিহাস তৈরী করেন সোনু সুদ। একের পর এক নিজের অভিনয় দক্ষতায় অর্জিত সম্পত্তি উজাড় করে দিচ্ছেন মানুষের স্বার্থে। কখনো পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়ি পৌঁছে কখনো বা গোটা এক গ্রাম কে দত্তক নিয়ে, অনাথ শিশুদের শিক্ষা বিষয়ে সচেতনতা ও কোরোনার দ্বিতীয় ঢেউ এ অক্সিজেনের সরবরাহ এমন একটি দিকও নেই যেখানে তার নজর পৌঁছায়নি।
চলচ্চিত্রের এই “ভিলেন” বাস্তবজীবনে “হিরো” হয়ে দাঁড়িয়েছেন।
অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে দিয়েছেন প্রয়োজনকারীদের কাছে। এখন তার নতুন উদ্যোগ অক্সিজেন প্ল্যান্ট কেনা। তিনি ফ্রান্স থেকে চারটি অক্সিজেন প্ল্যান্ট কিনে দিল্লি এবং মহারাষ্ট্রে দিয়েছেন। তার বক্তব্যনুসারে, “অক্সিজেন সিলিন্ডার এর অভাবে বহু মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। আমরা যে অক্সিজেন সিলিন্ডার পেয়েছি তা লোকজনকে দেওয়া হচ্ছে। নতুন ফ্রান্স থেকে যেই অক্সিজেন প্ল্যান্ট কেনা হয়েছে তা হাসপাতালে যেমন অক্সিজেন সরবরাহ করবে ঠিক তেমন অক্সিজেন সিলিন্ডার ভর্তি করতে কাজে লাগবে।”
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, “আমাদের এই সময় সকলকে একসাথে থাকতে হবে। এই সময়টা আমাদের কাছে বড় চ্যালেঞ্জের। সঠিক সময়ে সবকিছু জানে আসে তার চেষ্টা করছি আমি। আমি চাই না কোন মানুষ অক্সিজেনের অভাবে মারা যান।”
প্রথম প্লান্ট তিনি অর্ডার করে দিয়েছেন ১০-১২ দিনের মধ্যে সেটি ভারতে এসে পৌঁছে যাবে।