ডেস্ক: শেষ জৈষ্ঠ্যে গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, অন্যদিকে উত্তরবঙ্গ ভাসছে। এরই মধ্যে বর্ষাগমনের খুশির বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আজ জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার, এই ৩ জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। কোচবিহার ও দার্জিলিঙে কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি হয়েছে দুই দিনাজপুর ও মালদায়। দক্ষিণবঙ্গে জ্বালাপোড়া গরমে নাজেহাল অবস্থা।
এতদিন উত্তরবঙ্গে থমকে ছিল বর্ষা। এবার মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই সপ্তাহে তাপপ্রবাহ চলবে। আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এর পাশাপাশি, কলকাতা, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়ায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।