সতর্ক থাকুন , চুরি হচ্ছে আঁধারের বায়োমেট্রিক

জেনে রাখুন সুরক্ষিত রাখার উপায়

ডেস্ক: আধারের তথ্য এখন সব জায়গাতেই দিতে হয়। সরকারি ও বেসরকারি নানা স্থানে এই তথ্য জমা করতে হয়। কিন্তু সম্প্রতি আধার কার্ড নিয়েও শুরু হয়েছে প্রতারণা। আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য চুরি করে নেওয়া হচ্ছে। সেই তথ্য দিয়ে ব্যাঙ্কের থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। এই অবস্থায় কী করে নিজের আধার সুরক্ষিত রাখবেন ?
আধারের তথ্য অন্য কেউ ব্যবহার করছে কি না বোঝার উপায় :-
১) প্রথমে আধারের অফিসিয়াল সাইটে যেতে হবে।
২) সেখানে আধার নম্বর ও ক্যাপচা দিলে ওটিপি আসবে ফোনে।
৩)সেই ওটিপি দিয়ে লগইন করুন।
৪) এর পর অথেন্টিকেশন হিস্ট্রিতে ট্যাপ করুন।
৫)সেখানে গিয়ে সিলেক্ট মডালিটির মধ্যে অল সিলেক্ট করুন।
অথবা কোনও নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য চুরি হয়েছে সন্দেহ হলে স্টার্ট ডেট ও এন্ড ডেট দিন।
৬) এর পর ফেচ অথেন্টিকেশন হিস্ট্রিতে ট্যাপ করলেই চলে আসবে সবটা।
সেখানে আপনার ডিভাইস ছাড়া অন্য কোনও ডিভাইস দিয়ে লগইন হয়েছে কি না দেখুন।
৭)কোনও ডিভাইস চিনতে না পারলে সেটির সম্পর্কে অভিযোগ জানান।

তথ্য চুরি হলে কোথাও অভিযোগ জানাবেন ?

আধারের গ্রিভ্যান্স পোর্টালে গিয়ে অভিযোগ জানাতে পারেন। সেখানে লিখিত অভিযোগ জানাতে হবে। সঙ্গে দিতে হবে অতিরিক্ত তথ্য।
ফোন করে অভিযোগ জানাতে চাইলে ১৯৪৭-এ ফোন করতে পারেন। সেখানে বিশদে আপনার অভিযোগটি জানাতে হবে।

বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত রাখার উপায়:-
১) প্রথমে আধারের অফিসিয়াল সাইটে যান।
২) সেখান থেকে লক আনলক আধার বিকল্পটি বেছে নিন।
৩)এর পর গাইডলাইনস অর্থাৎ একটি নির্দেশিকার পেজ খুলে যাবে।
৪) সেই নির্দেশিকা পড়ে নিন।
৫) নেক্সটে ট্য়াপ করে আপনার ভার্চুয়াল আইডি, পুরো নাম, পিনকোড ও ক্যাপচা জমা দিতে হবে।
৬)এর পর সেন্ড ওটিপি করলে আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে।
৭) সেটি জমা দিলেই লক হয়ে যাবে আধার।
মনে রাখা জরুরি, এই আধারের ভার্চুয়াল আইডি আপনার কাছে আগে থেকে থাকতে হবে।
তা না থাকলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটি জেনারেট করে নেওয়া সম্ভব।
একবার ভার্চুয়াল আইডি পেয়ে গেলে সেটি দিয়েই আবেদন করতে পারবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *