বুধবার থেকে চালু হতে চলেছে স্পেশাল মেট্রোরেল, জেনে নিন কারা কারা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন

ডেস্ক: মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে রাজ্যে জারি হওয়া লকডাউনেরও বহুদিন যাবত বন্ধ যান চলাচল। যেখানে বেশ কিছু গাড়ি চালু রাখা হয়েছে রোগীদের পরিসেবা দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু মূলত পাবলিক সার্ভিস গুলি এখনো বন্ধ।

আবার অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান গুলি খুলে রাখার অনুমতি দেওয়া ইতিমধ্যে। কিন্তু যান চলাচলের সুযোগ না থাকায় সাধারণ মানুষ পড়ছে সমস্যার মুখে।

তাই ঠিক বুধবার থেকে চালু করা হয়ছে স্পেশাল মেট্রো পরিষেবা। তবে সেই মেট্রোতে সাধারন যাত্রীদের যাতায়াতের অনুমতি দেওয়া হয়নি।
শুধুমাত্র মেট্রোরেলের কর্মী, ব্যাংক কর্মী, স্বাস্থ্য পরিষেবা কর্মী ও সংবাদমাধ্যম কর্মীদের যাতায়াতের সুযোগ দেয়া হয়েছে। তবে এই বিশেষ মেট্রো যাতায়াতের জন্য ওই সব ক্ষেত্রের কর্মীদের বাধ্যতামূলকভাবে পরিচয় পত্র দেখাতে হবে। এবং ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড ও।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বুধবার থেকে আপ এন্ড ডাউন মিলিয়ে মোট 12 টি স্পেশাল মেট্রো ট্রেন চালানো হবে। প্রায় একমাস পর চালু হতে চলেছে কলকাতা মেট্রো।