ব্যর্থতাকে পিছনে ফেলে নতুন পুরোনো অবতারে শ্রাবন্তী

ডেস্ক: হার জিত রয়েছে সব ক্ষেত্রে। জিতে গেলে এগিয়ে যেতে হবে আগামী উদ্দেশ্যে। আর হেরে গেলে?

হেরে গেলেও হার টা কে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে আগামী উদ্দেশ্যে।
ঠিক এমনই চিন্তা ভাবনার মানুষ হলেন বাংলা চলচিত্রের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

একুশের বিধানসভার নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে বিজেপি র প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী। সক্রিয় রাজনীতিতে প্রথমবার। আর প্রথমবারেই টিকিট পেয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগদানের পর পরই নির্বাচনী প্রচারে ব্যস্ত হয়ে পড়েছিলেন। দীর্ঘ বহুদিন নিয়ম মাফিক নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তিনি। কিন্তু জিততে পারলেন না ইলেকশন। তবে মন খারাপ করে বসে থাকার পাত্রী তিনি নন।

সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। সানগ্লাস, মেকআপে গাড়ির মধ্যে বসে থাকা শ্রাবন্তীর যেন সেই পুরনো চেনা মেজাজ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সব সময় ব্যর্থতাকে পথে ফেলে রেখে যাও’।

অর্থাৎ চলার পথে ব্যার্থতা আসবেই, সেটাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ায় উচিত প্রতিটি মানুষের । কিন্তু এ ক্ষেত্রে তিনি স্পষ্ট ভাবে উল্লেখ করেননি কি ব্যার্থতা। তবে রাজনীতি সক্রিয় ভাবেই করতে চান বলেই মনে করছেন তার ঘনিষ্ঠরা।