ডেস্ক: বলিউড-টলিউড এর মধ্যে এমন খুব কমই অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যারা ঠিক ভুলটা মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখেছেন। কেন্দ্র-রাজ্য কোন ক্ষমতাকেই ভয় পাননি তারা। নিরপেক্ষভাবে দুই দলেরই প্রতিটি পদক্ষেপের বিবেচনা করে সঠিকটা মানুষের সামনে তুলে ধরেছে বারংবার।
তেমনই একজন হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
বর্তমানে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রাজ্যবাসী। হাসপাতাল থেকে বেড, অক্সিজেন সিলিন্ডার, কোরোনার ওষুধ সমস্ত কিছু মাত্রাধিক দাম বৃদ্ধি হওয়ায় সমস্যায় পড়ছে আক্রান্তের পরিবার। তাই সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়েছে অনেক তারকাই। এমন পরিস্থিতিতে কেউ কেন্দ্রের দিকে আঙুল তুলেছে। কেউ কেউ কথা শুনিয়েছে রাজ্য সরকার কে।
এই বিষয় বস্তুকে দেখে কেন্দ্র ও রাজ্য দুটোকেই কটাক্ষ করে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করে। যেখানে পোস্টটি তে লেখা ছিল – “উত্তরপাড়া থেকে কলকাতায় কোরোনা রোগীকে আনতে হলে অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হলো ৩৩ হাজার টাকা। গহনা বন্ধক দিয়ে টাকা মেটালেন স্ত্রী। এই লজ্জা রাখবো কোথায়? বড় বড় ভাষণ না দিয়ে কি. মি. পিছু ভাড়া নির্দিষ্ট করুক রাজ্য সরকার।প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিক। প্রতিবছর দু লাখ টাকা অনুদান পেয়ে ফুর্তি করছে ক্লাবগুলি। কোথাও তারে এগিয়ে আসছে না কেন? লক্ষ লক্ষ টাকা পেয়েও সব ক্লাবই সেবাকর্যের অনুপস্থিত। পিশাচহৃদয়ে এ কোন বাংলা!”
এবং ছবিটির ওপরে ক্যাপশন ছিল, ‘যাঁরা শুধু কেন্দ্রকে দুষছেন আর রাজ্যের চোখে ঠুলি এঁটেছেন এটা বিশেষ করে তাঁদের জন্য। বিজেমূল হইতে আর কতবার সাবধান করব আপনাদের? লেসার ইভিল থিওরি আর কপচাবেন না, যথেষ্ট হয়েছে।’