ডেস্ক: চলতি বছরের শুরু থেকেই সুপার মুন, ব্লাড মুন, পূর্ণ চন্দ্রগ্রহণ এবং সূর্য গ্রহণের মতো মহাকাশের বিভিন্ন রূপ দেখেছে পৃথিবী বাসীরা। এবারে চাঁদের আরও এক অপরূপ দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। আগামী 24 শে জুন দেখা মিলবে “স্ট্রবেরি মুন” এর।
Summer Solstice এরপর 24 তারিখই প্রথম ফুল মুন বা পূর্ণিমা। আর ওই দিনই পূর্ণ আকার আয়তনে নজরে আসবে চাঁদ। এবং নরমাল সুপার মুনের থেকেও এই দিনে চাঁদ আয়তনে বড় থাকবে।
বসন্তের শেষ ফুলমুন কিংবা পূর্ণিমা এবং গ্রীষ্মের প্রথম পূর্ণিমায় “স্ট্রবেরি মুন” দেখা যায়। উত্তর গোলার্ধে গত 21 জুন থেকে শুরু হয়ে গেছে গ্রীষ্ম। এবং আমরা সকলেই জানি 21 জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়ে থাকে। এবং Summer Solstice এর সঙ্গে Strawberry Moon এর সংযোগ 20 বছরে একবার ঘটে।
Strawberry Moon কি?
প্রাচীন আমেরিকান প্রজাতির মানুষের প্রথম এই বিষয়টি আবিষ্কার করেছে। স্ট্রবেরি চাষের মৌসুমের শুরুতে প্রথমবারেই চাঁদ দেখেছিল প্রাচীন আমেরিকার উপজাতির মানুষরা। এবং তারপর থেকেই এই চাঁদকে স্ট্রবেরী মুন নামে আখ্যায়িত করা হয়। ইউরোপে এই সময় গোলাপ চাষ শুরু হয়। তাই ইউরোপেই চাঁদকে Rose Moon বলা হয়ে থাকে।
24 শে জুন Strawberry Moon দেখা যাওয়ার পর 24 শে জুলাই মাসে Buck Moon এর দেখা মিলবে। 22 শে আগস্ট সিজনের শেষ যে ফুল মুন দেখা যাবে তাকে বলা হয় Sturgeon Moon। এবং Harvest Moon এর দেখা মিলবে 20 সেপ্টেম্বর।