আগামীকাল মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং এর মৃত্যু নিয়ে সিনেমা ‘ন্যায়: দ্য জাস্টিস’, ছাড়পত্র দিল্লি দিল্লি হাইকোর্ট

ডেস্ক: আগামী 11 ই জুন রিলিজ হতে চলেছে সুশান্ত সিং রাজপুত এর রহস্যজনক মৃত্যুর ওপর বানানো সিনেমা ‘ন্যায়: দ্য জাস্টিস’। 10ই জুন দিল্লি হাইকোর্ট থেকে খারিজ করা হলো এই সিনেমা স্থগিত করার আবেদন।

আজ থেকে এক বছর আগে রহস্যজনকভাবে মারা যান সুশান্ত সিং রাজপুত। এখনো পর্যন্ত মৃত্যুর পেছনের ঘটনা উদ্ধার করতে পারেনি পুলিশ। এটি আদৌ আত্মহত্যা না মার্ডার সেটিও প্রকাশ্যে আসেনি এখনো। এবং সেই প্রেক্ষাপট নিয়েই বানানো হয় সিনেমাটি।

আগামীকাল অর্থাৎ 21 শে জুন মুক্তি পাবে ছবিটি। এবং সেই ছাড়পত্র দিলো দিল্লি হাইকোর্ট। আসলে সুশান্ত সিং রাজপুত এর বাবা কৃষ্ণকিশোর সিং দাবি করেছিলেন পরিবারের অসম্মতিতেই বানানো হয়েছে সিনেমাটি। এবং আত্মহত্যা দেখানো নিয়েও ছিল অভিযোগ তার। দিল্লি হাইকোর্টে সিনেমাটির মুক্তিতে স্থগিতাদেশ বসানোর আর্জি জানিয়েছিলেন সুশান্তের বাবা। কিন্তু সেটি 10ই জুন খারিজ করে দিয়ে ছবির মুক্তির অনুমতি দিয়েছেন বিচারপতি সঞ্জীব নারুলা।

ন্যায়: দ্য জাস্টিস সিনেমার পরিচালনায় রয়েছেন দিলীপ গুলাটি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জুবের কে খান, শ্রেয়া শুক্লা, আশ্রানি, শক্তি কাপুর, সুধা চন্দ্রন, অরুণ বক্সী, কিরণ কুমার ও আমান বর্মার মত অভিনেতারা।

সুশান্ত সিং এর জীবনী নিয়ে আরও একাধিক সিনেমা আসতে চলেছে তার মধ্যে অন্যতম সুইসাইড অর মার্ডার: অ্যা লস্ট স্টার।