9/11 র হামলায় হাত নেই লাদেনের, সম্পূর্ণটাই ভুয়ো তথ্য! দাবি তালিবানের

ডেস্ক: 2001 এর 11ই সেপ্টেম্বর আমেরিকায় ঘটে এক মর্মান্তিক ঘটনা। যেখানে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন আমেরিকার টুইন টাওয়ারের একটি জঙ্গি হামলা করান। যার ফলে ভেঙে পরে টাওয়ারটি, মৃত্যু হয় বহু মানুষের। আতঙ্ক ছড়ায় গোটা বিশ্বে। এরপর 2011 সালে পাকিস্তানের অ্যাবেটোবাদে লাদেন কে শেষ করে আমেরিকার নেভি সিল।

আর এই ঘটনা 20 বছর পর এক চাঞ্চল্যকর বিবৃতি রাখেন তালিবানের মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদ। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জাবিবুল্লাহ মুজাহিদ দাবি করেন, 9/11 র হামলায় কোনো হাত ছিল না বিন লাদেনের। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার নিছকই অজুহাত ছিল এটা। তার দাবি, আজ ওই ঘটনার 20 বছর পরও কোনও প্রমাণ নেই যে ওই ঘটনায় লাদেনের হাত ছিল।

তিনি আরো জানান, আফগানিস্তানে যে গুলি চালানো হয়েছিল তার কোনো যুক্তি ছিল না। তাকে যখন প্রশ্ন করা হয় আল কায়দার মত সংগঠনকে কি তালিবানরা আর জায়গা দেবে? তখন সে প্রসঙ্গে জাবিবুল্লাহ মুজাহিদ জানান, আফগানিস্তানের মাটিতে আর কোনো সন্ত্রাসবাদী সংগঠন জায়গা পাবে না। আমেরিকার কাছে যখন লাদেন শত্রু হয়ে উঠেছিল, তখন লাদেন আফগানিস্তানে ছিল। কিন্তু এ বার তাঁরা প্রতিশ্রুতি দিচ্ছেন যে কোনও শক্তির বিরুদ্ধে আফগানিস্তানের মাটিকে ব্যবহার করা যাবে না আর, এ কথাও উল্লেখ করেন তিনি।

আফগানিস্তান দখলের পর থেকেই এক নতুন ভাবমূর্তি দেখাচ্ছে তালিবানরা। যেখানে মহিলাদের সন্মান ও স্বাধীনতা নিয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছে তারা। যদি বাস্তবে তার অন্যটাই চোখে পড়ছে। জাবিবুল্লাহ মুজাহিদ জানান, ‘আমরা মহিলাদের সম্মান জানাই। তারা আমাদের বোনের মতো। তাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তালিবান দেশের জন্য লড়াই করেছে। মহিলাদের আমাদের জন্য গর্ব করা উচিৎ, ভয় পাওয়া উচিৎ নয়।’সাথেই জানায় তালিবানরা চায় না তাদের ছেলে মেয়ে দেশ ছেড়ে চলে যাক। দেশের প্রতিভা কে দেশেই রাখতে চান তারা।