
ডেস্ক: একদিকে উর্দ্ধমুখী তাপমাত্রা, অন্য দিকে রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে তীব্র গরমের সতর্কতাও।
মার্চ শেষে এসেও আবহাওয়ার ক্রমাগত মুড সুইং। এই বৃষ্টি তো এই রোদ। হাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহে বেশ খানিকটা উষ্ণতা বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরের দু’দিনে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি পৌঁছে যাবে তাপমাত্রা।
আগামী সাতদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া।
এদিকে এপ্রিলের আগেই তাপপ্রবাহের পরিস্থিতি ফিরতে চলেছে রাজ্যে। আজ গরমের অধিক দাপট থাকতে পারে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। তীব্র গরম অনুভূত হবে বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। গত কয়েক দিনে কলকাতাতে এক লাফে বেড়েছে তাপমাত্রা। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৬ ডিগ্রি।
আজ হালকা বৃষ্টি হতে পারে উত্তরের উপরের দিকের কিছু জেলায়। তালিকায় দার্জিলিং,কালিম্পং এবং জলপাইগুড়ি। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার শুষ্ক থাকবে আবহাওয়া। রবিবার থেকে ফের দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা। চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস।