সফল অলিম্পিক অভিযানের পর দেশে ফিরলো টিম ইন্ডিয়া
ডেস্ক: টোকিও অলিম্পিক 2020 অভিযান ভারতের জন্য ঐতিহাসিক পর্ব তৈরি হয়ছে। 7 টি পদক নিয়ে দেশের মাটিতে আজ পা রাখলো অ্যাথলিটরা। এত বছরের সেরা পারফরম্যান্স ভারতের। এর আগে লন্ডন অলিম্পিকে 2012 সালে 6 টি পদক জিতেছিল ভারত। এবারে নিজেদের পারফরমেন্স কেই টেক্কা দিলো তারা।
🇮🇳 Athletics team is back from #Tokyo2020
Let's welcome them by sharing our #Cheer4India messages and encourage them for their future competitions. #Olympics #TeamIndia pic.twitter.com/UOubtFBas2
— SAIMedia (@Media_SAI) August 9, 2021
দিল্লির বিমানবন্দরে অ্যাথলেটদের জানানো হয় স্বাগত। টিমের গ্রপ ফটো এবং ভিডিও শেয়ার করে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এদিন অলিম্পিকের সকল পদক জয়ী অ্যাথলিটদের রাজকীয় সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা নেয় কেন্দ্র। উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও আইনমন্ত্রী কিরেন রিজিজু। এছাড়াও উপস্থিত থাকবেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া র সিনিয়র আধিকারিকরা। ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যা সাড়ে 7 টা থেকে রাত 8 টা পর্যন্ত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে দূরদর্শনে।
Welcome home champions!
🇮🇳 Athletics Team is back from the #Tokyo2020 Olympics. Lets welcome them with joy and excitement and #Cheer4India.
Watch the video and send in your best wishes in the comments below 👇🏻@PMOIndia @ianuragthakur @NisithPramanik @afiindia @WeAreTeamIndia pic.twitter.com/9wJrvdzjPC
— SAIMedia (@Media_SAI) August 9, 2021
এবারে অলিম্পিকে পদক নিয়ে ফিরছেন নীরজ চোপড়া(জ্যাভলিনে সোনা), মীরাবাঈ চানু (49 কেজি ভারোত্তোলনে রূপো), রবি দাহিয়া (57 কেজি ভারোত্তোলনে রূপো), লভলিনা বরগোহাঁই মহিলাদের ওয়াল্টারওয়েট বক্সিং), পিভি সিন্ধু (মহিলা সিঙ্গেলসের ব্যাডমিন্টনে ব্রোঞ্জ), বজরং পুনিয়া (ফ্রিষ্টাইল কুস্তির 65 কেজিতে ব্রোঞ্জ) ও ভারতীয় পুরুষ হকি দল ও জিতেছে ব্রোঞ্জ।