ঘূর্ণিঝড় ইয়াসের আগমন নিশ্চিত করল আলিপুর আবহাওয়া দপ্তর

ডেস্ক: আমফান ঘূর্ণিঝড়ের এক বছরের মাথায় ইয়াস নামক ঘূর্ণিঝড় বাংলার মাটিতে আছড়ে পড়ার সম্ভাবনা দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বর্তমানে এই ঝড়টি ভয়ংকর রূপ ধারণ করে আগামী 26 শে মে এর মধ্যে বাংলার উপকূলবর্তী অঞ্চল তথা উড়িষ্যায় হওয়ার নিশ্চয়তা জানায়।

এই ঘূর্ণিঝড়ের সাথে মোকাবিলায় রাজ্য প্রশাসন সতর্ক করন এর নির্দেশিকা জারি করে। আগামী বেশ কয়েক দিনের জন্য বন্ধ থাকবে ট্রেন। এবং কারশেড বা বড় স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলি বাঁধা থাকবে চেন দিয়ে।
পুরসভার সমস্ত কর্মীর ছুটি বাতিল হল আগামী এক সপ্তাহের জন্য। পাশাপাশি ২৪ ঘন্টার জন্য পুরসভা কন্ট্রোল রুম খোলা থাকবে।

আমফান ঝড়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুরসভার আধিকারিকরা জল এবং বিদ্যুৎ সরবরাহে যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে নজর দারি রেখেছে। বড় বড় গাছ ঝড়ের তেজে পড়ে গেলে, তৎক্ষণাৎ সেগুলি সরানোর ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শেল্টার হোমে তৈরি করা হয়েছে। প্রয়োজনমতো যে মানুষরা বিপর্যয়ের মুখে পড়বে তাদের সেখানে স্থানান্তরিত করা হবে। জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে যাতে বিদ্যুৎ পরিষেবা অক্ষুন্ন থাকে।