বর্ষার আগমন বাংলায়, ভেসে গেলো বহু জেলা
ডেস্ক: পশ্চিমবঙ্গ এ বহুদিন যাবত তীব্র গরম থেকে রেহাই দিতে বাংলায় ইতিমধ্যে শুরু হয়েছে বর্ষার মৌসম। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত চলছে কলকাতার সংলগ্ন জেলাগুলিতে। কিন্তু বৃষ্টির পরিমাণ প্রতি ঘন্টায় বেড়ে চলায় বহু এলাকায় জল জমছে ভয়ঙ্কভাবে।
কলকাতার বহু এলাকা যেমন বেহালা, পার্ক সার্কাস, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ কাঁকুড়গাছি তে ও মাত্রাতিরিক্ত জল জমে রয়েছে। বুধবার সকাল থেকেই চলতে থাকা বৃষ্টির কারণে বাংলার রাজধানী নিমজ্জিত হয়েছে জলে।
এছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ইত্যাদি অঞ্চলে একই অবস্থার দেখা মিলছে। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী জানা যায়, শুক্রবার থেকে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধারণা করা যায় 24 থেকে 48 ঘণ্টা এখনো ভারী মাপের বৃষ্টিপাত হতে পারে।
একি দৃশ্য দেখা যাচ্ছে হাওড়ার সাঁকরাইল বিধানসভায়। যেখানে ঘরবাড়ি ডুবে যাচ্ছে জমা জলে। বহু মানুষের ঘরের আসবাবপত্র সম্পূর্ণরূপে ভেসে গেছে জলের মাত্রা বেড়ে চলায়।
তবে এখানেই শেষ নয় বর্ষার সাথে ধেয়ে আসতে চলেছে ঘুর্নিবাত গুলাব। তুই এবছর বর্ষার এক অন্যরকম রূপের দেখা মিলতে পারে।
লাগাতার বৃষ্টির কারণে তাপমাত্রার কমেছে। যেখানে গড় তাপমাত্রার ৬ ডিগ্রি হ্রাস হয়ে বর্তমানে এসে দাঁড়িয়েছে 27.8 ডিগ্রি সেলসিয়াস থেকে ন্যূনতম 23.7 ডিগ্রি সেলসিয়াস।