আগমন তৃতীয় ঢেউয়ের, মহারাষ্ট্রেই হল সূত্রপাত

ডেস্ক: সবে মাত্র দেশে কোরোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও, ভয় বাড়ছে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার। দ্বিতীয় ঢেউয়ের গতি কমিয়ে আসা মাত্রই দেশের একাধিক রাজ্য আনলক প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কিন্তু যে ভাবে তৃতীয় ঢেউয়ের দুশ্চিন্তা বাড়ছে তাতে ফের একবার হতে পারে লকডাউন।

চিকিৎসকদের মতে কোরোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়া অন্যতম কারণ হলো দেশে টিকাকরণের ধীর গতি। তৃতীয় ঢেউ অনিবার্য। এড়ানোর কোনও পথ নেই। স্রেফ এই ঢেউয়ের প্রভাব কমানো যেতে পারে টিকাকরণ ও কোরোনা বিধির মাধ্যমে। কিন্তু দেশের টিকাকরণের গতি লক্ষ্যমাত্রা ধারে কাছেও নেই। ফলত চিকিৎসকদের একাংশ মনে করেন তৃতীয় ঢেউ আগমনের অনুকূল পরিবেশ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে।

চিকিৎসকদের মতে মহারাষ্ট্রে দ্রুতগতিতে বাড়তে থাকা কোরোনা সংক্রমণই সূত্রপাত হতে পারে তৃতীয় ঢেউ বয়ে আনার। কারণ কোরোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ এর ক্ষেত্রেও মহারাষ্ট্রেই প্রথম অতিরিক্ত মাত্রায় সংক্রমণ দেখা গেছিল। এবারও ঠিক তাই হলো, জুলাই মাসের প্রথম 11 দিনেই মহারাষ্ট্রের কোরোনা আক্রান্তের সংখ্যা 88 হাজার 130 এ গিয়ে ঠেকেছে। যা প্রথম দুই বারের মতোই সংখ্যায় দাঁড়িয়েছে। তবে মহারাষ্ট্র কে এবারের টেক্কা দিয়ে চলছে কেরল। যেখানে 10 জুলাই পর্যন্ত আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের থেকে এগিয়ে রয়েছে এই রাজ্য। 10 ই জুলাই পর্যন্ত প্রায় আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 28 হাজার 951 জন।

দ্বিতীয় ঢেউয়ে ভয়ঙ্কর পরিস্থিতি দেখা মিলেছিল দিল্লিতে। কিন্তু সেখানে দিনে 50 জনের আশেপাশে দৈনিক সংক্রমণ দেখা যাচ্ছে। অবাকিয় ভাবে জুলাই মাসের 11 তারিখ পর্যন্ত দিল্লিতে কোরোনা আক্রান্ত হয়েছে মাত্র 870 জন।

তবে কোরোনার যেই ভেরিয়েন্ট টা তৃতীয় ঢেউয়ে সক্রিয় ভূমিকা পালন করবে তা হচ্ছে ডেল্টা প্লাস। এ বিষয়ে কোভিড টাস্ক ফোর্সের সদস্য ডঃ শশাঙ্ক জোশীর বক্তব্য, “ডেল্টা স্ট্রেন ভয় বাড়াচ্ছে ৷ সামাজিক বিধিনিষেধ উঠে যাওয়া ও ভ্যাকসিনেশনের মন্থর গতি বিশেষ চিন্তার বিষয়। মানুষ বাড়িতে থাকতে চাইছেন না। যা ভাইরাসকে লাফিয়ে বাড়তে সাহায্য করছে।”

বিশেষজ্ঞরা মনে করছেন মহারাষ্ট্র তৈরি হবে তৃতীয় ঢেউয়ের সূচনার স্থান। এবং সেখান থেকেই তৃতীয় ঢেউয়ের দাপট ছড়িয়ে পড়বে গোটা দেশে। সব মিলিয়ে তৃতীয় ঢেউয়ের রাস্তা প্রশস্ত হচ্ছে।