ডেস্ক: গত 42 বছর ধরে চলে আসা ট্রেন্ডে ব্যাঘাত ঘটায় কর্মী-সমর্থকদের নিয়ে ধর্নায় বসলে রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রয়াত দিবসে তাঁর বলিদান এর স্মরণে রেখে বঙ্গে গত 42 বছর ধরে গেরুয়া শিবির পালন করে আসছে রক্তদানের কর্মসূচি।
এ বছরেও তার অন্যথা হয়নি। সকাল থেকেই রক্তদান শিবিরের আয়োজন চলেছে। কিন্তু এত পরিকল্পনার সত্ত্বেও রক্তদান শিবির করতে পারল না বঙ্গ বিজেপি। সমগ্র ঘটনায় পশ্চিমবঙ্গের শাসকদের দিকে অভিযোগ তুলে ধরে বসেছেন দিলীপ ঘোষ।
হাজরা পার্কে করা এই ধর্নায় দীলিপবাবু সঙ্গ দিয়েছে বিজেপির একাধিক কর্মী সমর্থক। হাতে প্রত্যেকের প্ল্যাকার্ড। কোনটাই লেখা আছে “যতই করো অপমান, করবো আমরা রক্তদান” কোথাও আবার অন্য কোনও স্লোগান।
সূত্রানুযায়ী বিজেপি নেতারা রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের সংকীর্ণ মানসিকতার উদাহরণ পাচ্ছে এর সমস্ত কাজ কর্মের মাধ্যমে। যেখানে গোটা রাজ্য তথা দেশে রক্তের আকাল পড়ে গেছে সেখানে এরকম তাৎপর্যপূর্ণ কর্মসূচিকে বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
এমনিতেই একুশের নির্বাচনের ফলাফল বেরোনোর পর তৃণমূল এবং বিজেপি একে অপরের ওপর কাদা ছুড়তে ব্যস্ত। তাছাড়াও বিজেপির অন্দরমহলে তৃণমূলকে নিয়ে ক্ষোভ তার বাড়ছে দিন দিন। বারংবার বঙ্গ বিজেপি দল কেন্দ্রকে জানিয়েছে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে লাগু করতে। ফলে এ বিষয়ে স্পষ্ট উভয় দলের মধ্যে কেউ একটি সুযোগ পেলে তা হাত ছাড়া করতে চায় না।