‘এখনও কয়েক দশক শক্তিশালী থাকবে বিজেপি’, কিসের ওপর ভিত্তি করে এমন মন্তব্য পিকের?
ডেস্ক: প্রশান্ত কিশোর নামটি ভারতীয় রাজনীতিতে একটি বিশেষ ভূমিকা পালন করে। রাজনীতির প্রতিটি গুটি পাকাতে বিজেপি থেকে তৃণমূল প্রত্যেককেই সাহায্য নিতে হয়েছিল প্রশান্তের।
আগামী বছরের গোড়ার দিকেই গোয়ায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকেই টার্গেট করছে তৃনমূল। বৃহস্পতিবার গোয়ায় পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই পিকের করা ভবিষ্যৎ বাণী চিন্তায় ফেলছে অবিজেপি দলগুলিকে। বিশেষ করে তৃণমূলকে।
তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা পিকে জানালেন, “হারুক বা জিতুক, ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে BJP। ঠিক যেমনটা শুরুর প্রথম 40 বছরে কংগ্রেসের অবস্থা ছিল। সেদিকেই এগোচ্ছে BJP। যখন জাতীয়স্তরে কেউ 30 শতাংশ ভোট পায়, তখন বুঝতে হবে সে তাড়াতাড়ি যাওয়ার নয়।” তিনি আরও বলেন, “কখনই এই ফাঁদে পা দেওয়া উচিত নয় যে মানুষ মোদীর উপর ক্ষুব্ধ এবং তাঁকে ক্ষমতাচ্যুৎ করবে। হয়ত মোদী হেরে যাবেন কিন্তু বিজেপি BJP কোথাও যাচ্ছে না। এখনও বেশ কয়েক দশক লড়তে হবে।”