সংরক্ষিত থাকবে অগ্নিবীর দের জন্য দুই সেনাবাহিনীতে 10 শতাংশ আসন, ঘোষণা কেন্দ্রের
ডেস্ক: অগ্নিপথ দিয়ে বিতর্ক বেড়ে চলেছে প্রতিনিয়ত কিন্তু এর মাঝেই কেন্দ্রের তরফ থেকে করা হল বড় ঘোষণা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে চলতি সপ্তাহের মঙ্গলবার টুইট করে জানানো হল, অগ্নিবীরদের জন্য কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও অসম রায়ফেলসে 10 শতাংশ আসন সংরক্ষিত থাকবে। পাশাপাশি ছাড় দেওয়া হবে বয়স সীমাতেও। এই দুই বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীর নির্ধারিত বয়স সীমা ওপরে তিন বছরের ছাড় দেওয়া হবে এবং চলতি বছরেই যাদের অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে নিয়োগ করা হবে তাদের বয়সের অতিরিক্ত দুই বছর অর্থাৎ মোট 5 বছর ছাড় দেওয়া হবে।
বর্তমানে প্যারামিলিটারি বাহিনীতে রয়েছে পাঁচটি শাখা যেগুলো হলো সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ(BSF), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ(CRPF), ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপি(ITBP), সশস্ত্র সীমা বল এসএসবি(SSB) ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ(CISF)। এইগুলি মিলিয়ে মোট 73 হাজার শূন্য পদ রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও অসম রাইফেলসে প্রায় 73 হাজার 219 টি শূন্য পদ রয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, প্রকল্পের মাধ্যমে তিন প্রতিরক্ষা বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনা তে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। এবং এই প্রকল্পের ভিত্তিতে যাদের নিয়োগ করা হবে তাদের বলা হবে অগ্নিবীর।
The Ministry of Home Affairs (MHA) decides to reserve 10% vacancies for recruitment in CAPFs and Assam Rifles for Agniveers.
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) June 18, 2022
এছাড়া সাড়ে 17 বছর থেকে 21 বছর বয়সী যুবক যুবতীরা এই প্রকল্পের আবেদন জানাতে পারবে। প্রাথমিক বেতন দেওয়া হবে মাসে 30 থেকে 45 হাজার টাকা। থাকবে চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগ। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সেনাবাহিনীতে শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে 25% অগ্নিবীরদের পাকাপাকিভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। এবং বাকিদের চুক্তির মেয়াদ শেষের পর আনুমানিক 12 লক্ষ টাকা দেওয়া হবে তবে অগ্নিবীর জন্য থাকছে না কোনো পেনশনের ব্যবস্থা।
অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন অগ্নিপথ প্রকল্পের অধীনে কাজ শেষ করার পরও অগ্নিবীরদের চিন্তার কোনো কারণ নেই, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সে ঘোষণা দেওয়া হল সিলমোহর।