সেফ ড্রাইভ সেভ লাইফের পরেও কেন এত দুর্ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী

Desk: পুজোর আগে বড় উদ্যোগ৷ কোনওরকম দুর্ঘটনা যাতে না হয়,সেই বিষয়টি সুনিশ্চিত করতে জোর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘রাফ ড্রাইভিং’ এড়াতে মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশ।

যেগুলো ‘ব্ল্যাকস্পট’ সেখানে ‘ড্রাইভ স্লো’ লেখা থাকবে। পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফের পরেও কেন এত দুর্ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ ব্ল্যাক স্পটগুলোতে বিশেষ নজরদারির কথা বলেছেন মমতা।

পুজোর ঢাকে কাঠি পড়তে আর কয়েকদিন বাকি। এ বারের পুজো অন্যবারের থেকে অবশ্যই আলাদা৷ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব৷ তার উপর কোভিড পরিস্থিতি কাটিয়ে দু-বছর পরে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন৷ খুশির আবহ ক্লাবগুলিতেও৷ কারণ, এবার অনুদানের অঙ্কও বেড়েছে৷

অন্যদিকে দুর্গা পুজোর এই অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে স্বস্তি পেল রাজ্য সরকার৷ এ বছরের মতো পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের অনুদান দেওয়ার নির্দেশ বহাল থাকবে বলেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ৷