দীর্ঘ প্রতীক্ষার অবসান, মিললো উপনির্বাচনের তারিখ

ডেস্ক: অবশেষে ঘোষণা হলো রাজ্যে উপনির্বাচনের দিন। নির্বাচন কমিশনের তরফ থেকে তিনটি কেন্দ্রের উপ নির্বাচনে দিন ঘোষণা করা হলো শনিবার। উপ নির্বাচন নিয়ে বহু দিন ধরেই চলছিল টানাপোড়েন। হাইকোর্টের দ্বারস্থও হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতাদের মতে, ভোট হওয়া থেকে আটকাচ্ছে নির্বাচন কমিশন।

অবশেষে নানা রকম মন্তব্যের অবসান ঘটিয়ে আগামী 30 শে সেপ্টেম্বর নির্ধারিত করা হয় উপ নির্বাচনের তারিখ। ভবানীপুর সহ তিন কেন্দ্রে হবে ভোট। নিজের আসন বাঁচাতে হলে আগামী নভেম্বরের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কোনো একটি কেন্দ্র থেকে জয়ী হতে হবে।

একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই উপনির্বাচনে ভবানীপুর থেকেই লড়বেন এমনটাই জানান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃনমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুরের জয় লাভ করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভবানিপুর কেন্দ্র থাকে দাড়াবেন তাই, শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন।

জুলাই থেকেই তৃণমূল নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাতে থাকেন বর্তমানে মহামারী নিয়ন্ত্রণে তাই যত শীঘ্রই উপ নির্বাচনের তারিখ দেওয়া হোক।

2021 এর মার্চের 27 তারিখ থেকে এপ্রিল এর 29 তারিখ পর্যন্ত আট দফায় হয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। যার ফলাফল বেরিয়েছিল 2রা মে। এই নির্বাচনে 294 টি আসনের মধ্যে 213 টি আসনে জয় লাভ করে তৃণমূল। এবং 77 টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হয়ে ওঠে বিজেপি।