নন্দীগ্রাম মামলার শুনানির দিন হলো পিছানো, এবারে আদালতে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী
ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের নন্দীগ্রামের ফলাফল নিয়ে প্রথম থেকেই ছিল বিতর্ক। যেখানে 2 রা মে নন্দীগ্রামের গণনার শেষের দিকে যে ফলাফল বের হয়েছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন 1200 ভোটে এগিয়ে। তার মধ্যে 400 টি পোস্টাল ব্যালট ছিল নন্দীগ্রামে। সে ক্ষেত্রে সেই পোস্টাল ব্যালটগুলিকে বাদ দিলেও, তাও 800 ভোটে এগিয়ে থাকার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এবং সেই রকমই ঘোষণা করা হয় গণনার পর। কিন্তু সবাইকে অবাক করে হঠাৎই কানে আসে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। এবং বর্তমানে বিরোধী দলের নেতা তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন পুনির্গণনার জন্য বারবার অনুরোধ করার সত্ত্বেও কোনরকম পদক্ষেপ নেননি রিটার্নিং অফিসার।
তাই মমতা বন্দ্যোপাধ্যায় 5ই মে বাংলা মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণের 41 দিন পর কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেন।
আজ, শুক্রবার সেই মামলার শুনানির দিন ধার্য করা হলেও দিন পিছিয়ে গেছে শুনানির। এবং আগামী সপ্তাহের বৃহস্পতিবার শুনানির দিন নির্ধারিত করা হয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন উপস্থিত থাকতে পারবে কিনা সে বিষয়ে জিজ্ঞাসা করেছেন বিচারপতি কৌশিক চন্দ। কারণ নির্বাচনী সংক্রান্ত মামলা সাধারণত মামলাকারীকে উপস্থিত থাকতে হয়।
সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠায় তার পক্ষের আইনজীবীরা বলেন উনি যদি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন সেটা দেখা হবে। তবে একথা স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় মামলার শুনানির দিন আদালতে উপস্থিত থাকেন তবে বিষয়টি গুরুত্ব অন্য মাত্রা বৃদ্ধি হবে।
আবার অন্যদিকে মামলার প্রথম দিন থেকেই বিচারপতি কৌশিক চন্দ্রকে নিয়ে আপত্তি জানিয়েছেন আইনজীবীদের একাংশ। কারণ তাদের বক্তব্য বিচারপতি অতীতে বিজেপি সদস্য ছিলেন। সুতরাং, তাকে সরানোর দাবিও জানানো হয়েছে।