ডেস্ক: আজ রাজ্যের জন্য একটি দুঃসংবাদ এ পরিণত হতে পারে। যেখানে আমফানের এক বছরের মাথায়, আজ আরো একটি ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়তে চলেছে বাংলা ও ওড়িশার বুকে। তবে এটা ছাড়াও আরও একটি বিশেষ ব্যাপার কাল ঘটবে। ২০২১ সালের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ 26 শে মে। আজ যে চাঁদ দেখা যাবে তাকে বলা হবে ‘ব্লাড মুন’ বা ‘সুপার মুন’।
অন্যান্য চন্দ্রগ্রহণের তুলনায় কালকের চন্দ্রগ্রহণ এর মধ্যে একটি বিশেষতা থাকবে। এমন চন্দ্রগ্রহণ আজ থেকে দু’বছর আগে 2019 সালের 21 শে জানুয়ারি তে দেখা গিয়েছিল।
আমরা ছোট থেকে পড়ে আসছি কী কারণের জন্য চন্দ্রগ্রহণ এবং সূর্য গ্রহণ হয়ে থাকে।
যখন চাঁদ পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় অবস্থান করে সেইসময় পৃথিবী সূর্য রশ্মি চাঁদে পৌঁছাতে বাধা দেয় এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পরে ও চাঁদ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। যার কারণে এটিকে দেখে মনে হয় চাঁদ কে কেউ গিলে ফেলছে বা গ্রাস করছে। একেই চন্দ্রগ্রহণ বলে। চন্দ্রগ্রহণের সময় চাঁদের পৃষ্ঠদেশ অনেক ক্ষেত্রে লালচে দেখা যায়, তখনই একে বলে ব্লাড মুন।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বুধবার অর্থাৎ 26 শে মে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে। ফলে চাঁদকে আয়তনে বড় বলে মনে হবে।
আজ বেলা 3:15 তে গ্রহণ শুরু হবে এবং এটি চলবে সন্ধ্যা 6:23 পর্যন্ত। তবে গ্রহণ সর্বোচ্চপর্যায় থাকবে 4:39 থেকে 4:58 মিনিট পর্যন্ত। ধারণা করা যায় যে আজ চাঁদটি দেখতে পাওয়া যাবে তা চলতি বছরের সবথেকে বড় চাঁদ হবে।