ডেস্ক: দক্ষিণেশ্বরে পর এবার কালীঘাটে তৈরি হতে চলেছে স্কাইওয়াক। জুলাইয়ের 30 তারিখের মধ্যে মন্দিরে প্রবেশ পথে হকার্স কর্নারে যে সমস্ত দোকান আছে তা সরিয়ে দেওয়া হবে হাজরা মার্কেটে।
দক্ষিণেশ্বর মন্দির যা মা ভবতারিণী মন্দির নামে পরিচিত সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে বিশেষ কিছু পুজো অনুষ্ঠানে। সেই সময় দর্শনার্থী দের ভিড়ের কারণে গাড়ি চলাচলের প্রচন্ড অসুবিধা সৃষ্টি হয়। দীর্ঘ বহু বছর ধরে চলে আসা এই সমস্যা সমাধানের জন্য 2016 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করেন একটি স্কাইওয়াকের। প্রায় 280 মিটারের এই স্কাইওয়াকটি। 2019 সালের শেষের দিকে এই স্কাইওয়াকটির উদ্বোধন করা হয়।
তাই একই চিন্তা ভাবনা রেখে কালীঘাটে ও তৈরি হতে চলেছে স্কাইওয়াক। 15ই আগস্ট এর পর এটির নির্মাণ কার্য শুরু হবে। প্রায় 350 মিটার দীর্ঘ হতে চলছে এই স্কাইওয়াকটি। প্রাথমিক খরচ হিসাবে ধরা হয়েছে প্রায় 100 কোটি টাকা। এবং নির্মাণের দায়িত্বে রয়েছে কলকাতা কর্পোরেশন। এ খবর জানিয়েছে কলকাতা পৌরসভা মুখ্য প্রশাসক এবং পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।
ফিরহাদ হাকিম আরও জানান ইতিমধ্যে হকারদের কমিটি লটারি করে দেওয়ার পর 154টি দোকানে অস্থায়ী মার্কেট পজিশন পেয়েছে। বাকিরাও খুব তাড়াতাড়িই পেয়ে যাবে। এবং আগামী বছর পুজোর আগেই শপিংমল স্টিলে হকার্স কর্নার তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।