অক্সিজেন সরবরাহ করতে ভারতীয় বায়ু সেনা নিলো পদক্ষেপ

ডেস্ক: দেশে অক্সিজেন এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তুর সরবরাহের পরিবহন সময় হ্রাস করতে ভারতীয় বিমান সেনাবাহিনী সাহায্যের পদক্ষেপ নিচ্ছে।

একটি C-17 বিমান আজ উত্তরপ্রদেশের হিনডন বিমানবন্দর থেকে উড়ান নিয়ে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে সকাল 7:45 পৌঁছেছে। সিঙ্গাপুর থেকে 4 টি কন্টেইনার এ ক্রিওজেনিক অক্সিজেন ভর্তি করার পর বিমানটি চাঙ্গি থেকে পশ্চিম বঙ্গের পানাগড় বিমান ঘাঁটিতে এসে পৌঁছাবে।
এবং আজ বিকালের মধ্যেই কন্টেইনার গুলি অফলোড করা হবে।

দেশে এই মহামারির সময় ও বড় বড় কোম্পানি যেখানে কালোবাজারি করছে সেখানে ভারতীয় বায়ু সেনার এই পদক্ষেপ স্মরণীয় হয়ে থাকবে।