ডেস্ক: গোটা দেশে কব্জা তালিবানি শাসনের। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে আফগান বাসীরা। গোটা আফগান জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। তালিবানদের কাবুল দখলের পর হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে কাবুল বিমানবন্দরে প্রাণ বাঁচানোর চেষ্টায়।
পাশাপাশি যত সময় যাচ্ছে তালিবানি আগ্রাসন বৃদ্ধি পাচ্ছে সমান্তরালভাবে। যার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কখনো জিমে কখনো পার্কে এলোপাথাড়ি গুলি চালিয়ে আতঙ্ক গ্রস্ত করছে আফগান বাসিন্দাদের।
এত কিছুর পর সেই দেশে আটকে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়ে ওঠে বিদেশ মন্ত্রক।
এবং সেই মতোই প্রথমবার একটি বিমানে 200 জন এবং পরবর্তীতে আরো 85 জন কে ভারতে আনা হয়। তার পাশাপাশি আরো জানানো হয়, সেদেশের নাগরিকদের ও আশ্রয় দেবে ভারত সরকার। সেই মতো আজ একটি বিমানে করে প্রায় 168 জন কে ভারতে নিয়ে আসা হয়।
যাদের মধ্যে 107 জন ভারতীয় এবং 61 জনের মতো ছিল আফগানি। এক আফগান মহিলা জানান, “সময় এগোনোর সঙ্গে সঙ্গেই কাবুলের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, সবাই প্রাণপণে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে। তাই আমার মেয়ে ও দুই নাতিকে নিয়ে এখানে চলে এসেছি।”তার পাশাপাশি ভারত এই সময় আফগানিস্থানের পাশে এসে দাঁড়িয়েছে, সেই কারণে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সেই মহিলা।