ডেস্ক: সংক্রমণ মাত্রা কমতে থাকায় রাজ্যের বেশ কিছু বিধিনিষেধের মধ্যে এসেছিল শিথিলতা। খুলেছিল দোকান বাজার, জিম এবং পার্লার সহ একাধিক ক্ষেত্র। কিন্তু তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলায় আরও কড়া নিয়ম জারি করলো মমতা সরকার। আগামী 15 ই আগস্ট পর্যন্ত বৃদ্ধি হল কার্যত লকডাউনে মেয়াদ।
সংক্রমণ দিনে দিনে কমায় একে একে মিলেছিল নিয়মকানুনে ছাড়। কোভিড বিধি মেনেই খুলে ছিল পরিবহন ব্যবস্থাও। লোকাল ট্রেন ছাড়া শর্ত সাপেক্ষে চলা শুরু করেছিল বাস মেট্রো। কিন্তু দিন দিন তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়ার আশঙ্কা বেড়ে যাওয়ায় কড়াকড়ি করে দেয় বিধি-নিষেধ।
নবান্নের থেকে আজকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সরকারের তরফ থেকে জানানো হয়েছে কোভিড বিধি লঙ্ঘনে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন ও ভারতীয় দণ্ডবিধির ধারায় কড়া ব্যবস্থা নেবে সরকার। কোভিড বিধিতে আগে যা যা নিয়ম ছিল এখনো সেগুলি বহাল থাকবে। সরকারি অফিসগুলি চলবে 25 শতাংশ ও বেসরকারি অফিস গুলি চলবে 50% কর্মী নিয়ে। মানতে হবে কড়া বিধিনিয়ম। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ধার্য করা হয়েছে মর্নিং ওয়াক এর সময়। বন্ধ থাকবে জিম ও সুইমিংপুল।
পাশাপাশি জোর দেওয়া হয়েছে নাইট কার্ফুতে। রাত্তির ন’টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি থাকবে রাজ্য জুড়ে। কোভিড বিধি ঠিক করে পালিত হচ্ছে কিনা তার দেখভালের জন্য সবসময় সতর্ক থাকবে রাজ্য পুলিশ প্রশাসন। নিয়ম ভাঙলে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন এবং ভারতীয় দণ্ডবিধির ধারায় কড়া ব্যবস্থা নেবে সরকার। নবান্ন তরফ থেকে আগাম জানানো হয়েছে 31 শে জুলাই থেকে চালু হবে নতুন নিয়ম।