স্থগিত থাকা নাচের শুটিং শেষ হতেই রিলিজ হবে দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
ডেস্ক: 60 দশকের মহারাষ্ট্রের কামাঠিপুরা নিষিদ্ধ পল্লী এলাকার যৌন কর্মী গঙ্গা থেকে কামাঠিপুরার প্রেসিডেন্ট হয়ে ওঠা গঙ্গুবাই পর্যন্ত একটি মেয়ের জীবন কাহিনী ফুটে উঠতে চলেছে বড় পর্দায়। যিনি একাধারে ছিলেন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া এবং অন্য দিকে নারীদের স্বাধীনতার প্রশ্ন তুলেছেন বার বার।
তার ই জীবনী নিয়ে তৈরি হচ্ছে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। অভিনয় রয়েছেন আলিয়া ভাট যিনি গাঙ্গুবাই এর চরিত্রে নজরে আসবেন। এছাড়াও রয়েছেন অজয় দেবগন।
View this post on Instagram
সঞ্জয় লীলা বানসালি পরিচালনায় এই সিনেমাটি রিলিজ হওয়ার কথা চলতি বছরের 30 শে জুলাই।
ইতিমধ্যেই সিনেমার ট্রেলার রিলিজ হয়ে গেছে। কিন্তু একটি গানের শুটিং রয়ে গেছে স্থগিত। আসলে গানটির শুটিং মে মাসের মধ্যেই হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মহারাষ্ট্রে দীর্ঘ সময়ের জন্য লকডাউন হওয়ার কারণে স্থগিত হয় শুটিং টি। তবে মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে লকডাউন নিষেধাজ্ঞা তুলে দিয়েছে এবং অনুমতি দিয়েছে পুনরায় শুটিং করার জন্য। আশা করা যায় আগামী 15ই জুন পুনরায় শুরু হতে চলেছে সিনেমাটির শুটিং। এবং আগামী সপ্তাহ থেকে সেই গানটির রিয়েল শুরু করা হবে।
কমপক্ষে 15 জন ব্যাকগ্রাউন্ড ডান্সার দের নিয়ে একসঙ্গে দেখা যাবে আলিয়াকে। গোরেগাঁও ফিল্ম সিটিতে সমস্ত সর্তকতা এবং নিয়ম বিধি মেনে শুটিং করা হবে। পরিচালক শুধুমাত্র কোভিড ভ্যাকসিন প্রাপ্ত শিল্পীদের সেটে উপস্থিত থাকার অনুমতি দিয়েছেন।