বাড়লো চিন্তা! দুটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নির্দেশিকা আবহাওয়া দফতরের, সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

ডেস্ক: লাগাতার দু’মাস ধরে দেশজুড়ে বৃষ্টির আনাগোনা লেগেই রয়েছে। টানা এক সপ্তাহ ধরে প্রবল জল বর্ষণ কাটিয়ে উঠতে না উঠতেই পূর্বাভাস এলো ঘূর্ণিঝড়ের। তারই সাথে চিন্তা আরো দ্বিগুন বাড়িয়ে খবর আসে একটা নয় দুই উপকূলে আছড়ে পড়তে চলেছে দুটি ঘূর্ণিঝড়।

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে শনিবারই অন্ধপ্রদেশের উত্তর উপকূলের এবং ওড়িশা দক্ষিণ উপকূলের দুটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। অন্যদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরেও এই মুহূর্তে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা রবিবার আরো ভয়ঙ্কর রূপ নেবে। রবিবার সন্ধ্যায় নিম্নচাপটি উড়িষ্যার উপকূলে পৌঁছাবে। গোপালপুর ও বিশাখাপত্তনম এর মাঝে কলিঙ্গপত্তনম দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। বঙ্গোপসাগর উপকূলের নিম্নচাপটি আগামী 12 ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে সূত্রে জানানো হয়েছে।

সাথে এ ও জানা যায়, শনি ও রবিবার ওড়িশার অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় প্রবল আকার নেবে, এবং সোমবার সকাল থেকে ধীরে ধীরে সেটি শান্ত হতে শুরু করবে। তাই এই দুই দিন ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের জানানো হয়েছে এই দিন যেন সমুদ্রের পাড়ি না দেয় তারা।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় আসার সময় বায়ুর গতিবেগ থাকবে 55 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সর্বোচ্চ 75 কিলোমিটার গতিবেগে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশ উপকূলে রবিবার ঘূর্ণিঝড় দুটি প্রবেশ করবে।