জুনের মাঝামাঝি সময় বর্ষার আবির্ভাব ঘটবে বঙ্গে

ডেস্ক: বৈশাখ মাসের শেষের দিক কিন্তু রাজ্য জুড়ে কালবৈশাখীর প্রভাব পড়েনি সেই রূপ। কিন্তু গতবারের তুলনায় এই বারে গরম বেশ জাঁকিয়ে পড়েছে পশ্চিমি ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমবঙ্গের বেশ কিছুটা ঝড় বৃষ্টি হলেও তার পাশাপাশি অন্যান্য রাজ্যে ও একই অবস্থা।

আবহাওয়া দপ্ততর জানিয়েছে, আর কিছুদিনের মধ্যেই ভারতে হতে চলেছে বৃষ্টি। বৃহস্পতিবার টুইট করে কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের সচিব জানালেন, খুব তাড়াতাড়ি দেশে বর্ষা ঢুকতে চলেছে।

১লা জুন থেকে কেরলে বর্ষার শুরু হয় প্রত্যেক বছর। এবারেও নিয়মানুসারে সেটি হওয়ার সম্ভাবনা বেশি। আবহাওয়া দপ্ততর আরও জানায়, আগামী ১৫ ই মে এই বছরের বর্ষার সমস্ত সূচি জানিয়ে দেওয়া হবে এবং ৩১ শে মে ঘোষনা করা হবে কোথায় কতটা পরিমান বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে। কেরলে জুনের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হলে তার পরের সপ্তাহে পশ্চিমবঙ্গে পরবে বর্ষার প্রভাব।